আমাদের কথা খুঁজে নিন

   

রমজান সম্পর্কে পাঁচটা জিনিস যা আপনার জানা নাও থাকতে পারে

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক রমজান মাসের মূল কাজ, যেমন দিনের বেলা কোন খাবার বা পানীয় গ্রহন না করা এবং যারা বিবাহিত তারা স্ত্রী সহবাস করতে পারবেন না এই পবত্রি মাসে । এছাড়া আরও কিছু তথ্য আছে যার থেকে আপনি অবগত নাও থাকতে পারেন । ১. খরচের মাস : মধ্যপ্রাচ্যে রমজান মাস সবচেয়ে খরচের মাস । অনেক মুসলমান যারা হোটেল বা রেস্তোরায় রোজা খোলার পর সেহরীর আগ পর্যন্ত বিভিন্ন ধরনের বিনোদনে মত্ত থাকে তাছাড়া কিছু সংখ্যক বাসায় ইফতার করার পর বিভিন্ন শপিং মলে ঘুরতে থাকে বিভিন্ন ধরনের উপহার সমাগ্রী কেনার জন্য । লক্ষনীয় বিষয় যে রমজান মাসে এখানকার শপিং মল গুলো অন্যান্য সময়ের তুলানায় বেশী সময় খোলা থাকে ।

২. রমজানের কোন নির্দিষ্ট প্রতীক নেই : ক্রিসমাস ট্রি বা স্যান্তাক্লুজ দ্বারা যেমন বড়দিনকে চিহ্নত করা হয় তেমনি অনেকে রমজানকে অর্ধচন্দ্র এবং বাতি (হ্যারিকেন মত) দ্বারা বুঝাতে চায়। বাস্তবিক রমজানের কোন নির্দিষ্ট প্রতীক নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য সকল মুসলমান রমজান মাসে রোজা রাখেন । ৩. দান-খয়রাত : জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। যাদের সামর্থ আছে তাদের অর্জিত সম্পদের ২.৫% গরীবদের দেওয়া বাধ্যতামূলক ।

যারা অভাবগ্রস্থ, দরিদ্র এবং সুবিধা বঞ্চিত তাদের জন্য জাকাত খুবই প্রয়োজনীয় । ঈদ আল ফিতর দ্বারা রমজানের পরিসমাপ্তি হয়ে থাকে আর এই ঈদের দিনেও অনেক সামর্থ্যবানরা গরীবদের সামর্থ্য অনুযায়ী খাবার বা কাপড়-চোপড় দিয়ে থাকেন । ৪. রমজানের ছাড় : যদিও ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রোজা তথাপি সকলকে রোজা থাকতেই হবে তা কিন্তু নয় । অসুস্থ, বৃদ্ধ, ভ্রমনকারী এবং যারা সন্তানসম্ভবা তারা রমজান মাসে রোজা না রাখলেও কোন অসুবিধা নেই তবে অন্য যে কোন সময় তাদেরকে রোজা রাখতে হবে । ৫. রমজানের বিশেষ সুবিধা : দূর্ঘটনা বশত আপনার যদি বমি হয় তাহলে আপনার রোজা নষ্ট হবে না এবং এর জন্য পরবর্তীতে আপনাকে আবার রোজা রাখতে হবে না তবে ইচ্ছাকৃতভাবে বমি করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এবং এর জন্য আপনাকে পরবর্তীতে রোজা রাখতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।