জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... গত বেশ কয়েকদিন যাবত রকমারি নাগরিক সমস্যা ও সেগুলো নিরসনে সরকারের অপদার্থতা মানুষকে যতটুকু না ব্যাথিত করেছে, কয়েকজন মন্ত্রীর কথাবার্তায় তারা তার চেয়ে অনেক বেশি ক্ষুদ্ধ হয়েছেন ও হচ্ছেন।
জনসংখ্যার ভারে জর্জরিত বাংলাদেশের সব সমস্যা একটি সরকার চোখের পলকে সমাধান করে দিবে, কিছু রাজনীতিক নির্বাচনের আগে এসব ওয়াদা করলেও, সচেতন নাগরিকদের প্রায় কেউই এতটা আশা করেন না। কিন্তু মানুষ সরকারের কাছে সমাধানে আন্তরিকতা ও কর্তব্য-বক্তব্যে স্বচ্ছতা আশা করেন। গত কয়েকদিন যাবৎ তাদের সেই আশা জাপানের ভূমিকম্পের চেয়ে তীব্র বেগে ধ্বসে যাচ্ছে। আশা করাটাই এখন বোকামির নামান্তরে পরিণত হয়েছে।
গত কয়েকদিন ধরে যেসব মন্ত্রীর কথা শুনে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি বাংলাদেশিকে বাকরুদ্ধ হতে হচ্ছে, তারা হলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন।
অমূল্যবচনঃ কে, কবে, কখন?
অমূল্যবচনের ক্রম নির্ধারণের পেছনে কোন রহস্য নেই। এখানে কে ব্যবসায়ী, কে পরিবহন খাতের দোর্দন্ড প্রতাপশালী দালাল, কে বিদেশ ফেরত বুদ্ধিজীবি বা কে অবিবাহিত, এসবের কিছুই বিবেচিত হয় নি। নীচের ক্রমের ভিত্তি শুধু দিন ও তারিখ। সবচেয়ে পুরোন উক্তিটি দিয়ে শুরু করা হয়েছে।
কম খান!
কী? - “আমি এখন একটা কথা বললে আপনারা অনেকেই পছন্দ করবেন না, আমি জানি, তাও বলি... আপনারা কম খান। ”
কে? - ফারুক খান, বাণিজ্য মন্ত্রী
কবে কোথায়? - ৪ আগস্ট, ২০১১ তারিখে জাতীয় প্রেস ক্লাবে ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে।
সব ফটকা!
কী? - “শেয়ার বাজারে এখন আর কোন বিনিয়োগকারী নেই, যা আছে সব জুয়াড়ি আর ফটকা। ”
কে? - আবুল মাল আব্দুল মুহিত, অর্থ মন্ত্রী
কবে কোথায়? - ৬ আগস্ট, ২০১১ তারিখে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায়
আইন-শৃংখলা সর্বোত্তম!
কী? - “বাংলাদেশের আইন-শৃংখলা পরিস্থিতি এখন যেকোন সময়ের চেয়ে ভালো। রাস্তাঘাটে অপরাধ কমেছে।
কোথাও আর এখন চাঁদাবাজি হচ্ছে না”।
কে? - সাহারা খাতুন, স্বরাষ্ট্র মন্ত্রী
কবে কোথায়? - ৯ আগস্ট, ২০১১ তারিখে ঢাকার রাজেন্দ্রপুরে নির্মিয়মান কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে।
চালক উত্তম
কী? - “সড়ক দুর্ঘটনার জন্য চালকরা দায়ী নন... যোগাযোগ মন্ত্রণালয় যেসব চালককে অনুমোদন দিয়েছে, তারা তাদের দক্ষতা ও যোগ্যতার বিচারেই অনুমোদন পেয়েছে... দুর্ঘটনা কখন কার হাতে ঘটবে বলা যায় না”
কে? -মন্ত্রী শাহজাহান খান, নৌ পরিবহন
কবে কোথায়? - ১৪ আগস্ট, ২০১১ তারিখে মন্ত্রণালয়ের এক বৈঠকের পর।
মহাসড়ক উত্তম, চালক অধম
কী? - “মানিকগঞ্জের রাস্তায় কোন সমস্যা নেই। তারেক মাসুদদের গাড়িচালকই ঝুঁকিপূর্ণ ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন।
রাস্তা ঠিকই আছে। ”
কে? -আবুল হোসেন, যোগাযোগ মন্ত্রী
কে? -১৫ আগস্ট, ২০১১ তারিখে স্কয়ার হাসপাতালে তারেক মাসুদ ও মিশুক মুনীরের সফরসঙ্গী আহত শিল্পী ও শিক্ষক ঢালি আল-মামুনকে দেখতে গিয়ে।
পরীক্ষার্থী আমরা
বাংলাদেশিরা আত্মীয়হীন নয়।
তেত্রিশ লক্ষ শেয়ার ব্যবসায়ীর আত্মীয়-স্বজন আছেন। তারা তাদের নিকটজনদের কান্না দেখেছেন ও দেখছেন।
এখন পর্যন্ত যে তিনজন আত্মহত্যা করেছে, তাদের আত্মীয়-স্বজনরা বেঁচে আছেন এবং আল্লাহর রহমতে তাদের সবাই বোবা, কালা বা অন্ধ নন। অর্থ মন্ত্রীর কথা তারা শুনেছেন।
সড়ক দুর্ঘটনায় যে হাজার হাজার বাংলাদেশির প্রাণ যাচ্ছে, সেই হাজার হাজার বাংলাদেশির আত্মীয়-স্বজন আছেন। তারা আজও কাঁদছেন বা কাঁদছেন না। কিন্তু তাদের শূণ্যতা পুরণ হবে না।
শূণ্যতা পুরণ হয় না। ছেলের বিভৎস মৃতদেহ দেখে শহীদ বুদ্ধিজীবি ডঃ মুনীর চৌধুরীর বিধবা স্ত্রী লিলি চৌধুরীর চিৎকার “এই মিশুক আমি চাই না!” শুধু আত্মীয়-স্বজনরা নন, আমরা অনাত্মীয়রা যারা শুনেছি তারাও কোনদিন ভুলতে পারব না। অতএব আবুল হোসেনের স্বর্গীয় হাসির সময় আমরা চোখ এবং শাহজাহান খানের ‘নির্দোষ চালক’ বক্তব্যের সময় আমরা কান বন্ধ করে ছিলাম না।
গড় পড়তায় বাংলাদেশিরা ধনী নন। কিছু মানুষের চাহিদার অতিরিক্ত রোজগার করেন।
কিছু মানুষের রোজগার আর চাহিদা মোটামুটি সমান বা কিছু কম বেশি। বেশিরভাগেরই রোজগার চাহিদার চেয়ে কম বা অনেক কম। এদের বেশি বেশি করে খেতে পারার প্রশ্নই উঠে না। খেতে পারেন আর না পারেন, এরা সবাই শুনেছেন মন্ত্রী কম খেতে বলেছে।
আর স্বরাষ্ট্র মন্ত্রী? যে বাড়ির কর্তা অফিস সেরে বাড়ি ফেরার পথে খুন হয়েছে, সে বাড়িতে গিয়ে, সেই খুন হওয়া মানুষটার সদ্য বিধবা স্ত্রী ও সদ্য এতিম হওয়া ছেলেমেয়েকে পেছনে দাঁড় করিয়ে তিনি বলেন দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভালোর চেয়েও ভালো।
শুধু না খাওয়া, না পান করাই সংযম নয়। মন্ত্রীদের ওসব কথা শুনে মাথা ঠান্ডা রাখাও সংযমের মধ্যে পড়ে। অতএব, আসুন আমরা পবিত্র এই রমজান মাসে সংযমের পরীক্ষা দেই।
লেখকঃ M. Tawsif Salam (লেখটি হুবুহু দিয়া দিলাম)
August 16, 2011 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।