মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। সব ট্যাক্স ও ভ্যাট তো আমরাই দেই, জিনিস পত্রের দাম বাড়লেও বাড়তি দাম দিয়া আমরাই জিনিস কিনি, জিনিস পত্রের দাম বাড়লে কি ট্যাক্স কমানো হয়??? এই ধান্ধাবাজেরা ২৫ পয়সা কাইটা নেওয়ার কথা বলে। আবার কিছু ধান্ধাবাজ জনগনের বন্ধু সাজার চেষ্টা কইরা দেখানোর জন্য কয় ১০ পয়সা কাটার জন্য। কথা হইলো এইগুলা কি দেড় বছর পর নির্বাচনে খরচ করার জন্য তুলা হচ্ছে??? এই বলদ গুলার কথা শুইনা হাসুম না কান্দুম এক সাপ্তাহ ধইরা এই রকম ফিলিংস হইতাছে???? আপনারাই কন কি করুম? এক ফেমিলীর ৫ জন মোবাইল ইউস করলে সবারই টেকা দেওন লাগব, বুঝেন এমনিতেই বাড়ি ভাড়া, পড়া লেখার খরচ, গাড়ি ভাড়া কেমনে আমরা চলুম কন???? চলেন সবাই মইরা যাই আর নয়তো ওদের মাইরা ফালাই। দেশে কোন রাজনীতির দরকার নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।