বিভিন্ন গণমাধ্যমে আজ সকাল ১১টায় তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির সংবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Click This Link
ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে বুধবার পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
এতে তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্তত ২২ জন আহত হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে তেল-গ্যাস রক্ষা কমিটি কারওয়ান বাজারের পেট্রোবাংলা ঘেরাওয়ে যাত্রা শুরু করে।
৫ শতাধিক লোকের ওই মিছিল পল্টনে বাধার মুখে পড়ে।
সে বাধা সরিয়ে মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের লাঠিপেটায় আনু মুহাম্মদসহ অন্যরা আহত হন। ওই সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে।
আধা ঘণ্টার ওই সংঘর্ষের সময় কয়েকটি গাড়িও ভাংচুর হয়।
বন্ধ হয়ে যায় পল্টন-কাকরাইল সড়কে গাড়ি চলাচল।
ঘটনার পর তেল-গ্যাস রক্ষা কমিটির নেতারা পল্টনে কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে বৈঠকে বসেন।
বৈঠকের পর তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার যে গণবিরোধী নীতি নিয়ে চলছে, পুলিশের এ হামলা তারই একটি নমুনা। জনগণের পক্ষে যারাই দাঁড়াচ্ছে, তাদের ওপর এ ধরনের হামলা নির্যাতন চালানো হচ্ছে। "
কমিটি বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে জানিয়ে তিনি বলেন, সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
আনু মুহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে অনেকেই আহত হন। "
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অনু পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, "দেশের সম্পদ রক্ষার জন্যই আমাদের এ আন্দোলন।
আমরা সরকারের বিরুদ্ধে নই। সরকারের দায়িত্ব হলো নাগরিকদের জানমাল রক্ষা করা। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না। "
অধ্যাপক আনু ছাড়া অপর আহতরা হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, আবু নাসের সবুজ, রাহাত আহমেদ, বিপ্লব মণ্ডল, মিন্টু বিশ্বাস, কেশব লাল সমাদ্দার, ইভা বিশ্বাস, রোকসানা আফরোজ, সংগিতা বাড়ৈ, অনিতা, তানিয়া আলম, আফসানা সুমি, তাপসী রাবেয়া আঁখি, ফাহমিদা মৌরি, জেসমিন আকতার, কাওসার আহমেদ, মো. মহসীন।
এদের অধিকাংশই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ঘেরাও কর্মসূচি শুরুর আগে মুক্তাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বিচারপতি গোলাম রব্বানী, সৈয়দ আবুল মকসুদ, সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণফ্রন্ট নেতা টিপু বিশ্বাস, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, এ এন রাশেদা, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণসংহতি নেতা জোনায়েদ সাকি, অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।
তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির ডাকে তেল-গ্যাস রক্ষা কমিটি।
বাংলাদেশে খনিজ অনুসন্ধানে কাজ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান হিসেবে পেট্রোবাংলা পালন করে।
পেট্রোবাংলা ঘেরাওয়ের পাশাপাশি দেশের উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ডিসি-ইউএনও কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়।
তেল-গ্যাস রক্ষা কমিটি কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি 'মডেল পিএসসি ২০০৮' বাতিলের দাবি জানিয়ে বলছে, অনির্বাচিত সরকারের আমলে প্রণীত জনস্বার্থবিরোধী মডেলের ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তারি সুযোগ বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লোকে তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এ তিনটি ব্লক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্ল¬কটি পেয়েছে তাল্লো এবং ১০ ও ১১ নম্বর পেয়েছে কনোকো ফিলিপস।
তাল্লো অয়েল ইউরোপের অন্যতম বৃহত্তম তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি। অন্যদিকে কনোকো ফিলিপস যুক্তরাষ্ট্রের এ ধরনের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।
******************************************
দৈনিক ডেইলি স্টার
30 injured in police-oil, gas protection body clash
Click This Link
************************************************
দৈনিক যুগান্তর
তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ
Click This Link
**************************************************
হাতে সময় থাকরে পড়ুন
"সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি?"
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।