আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে বাংলাদেশী বহুজাতিক কোম্পানী প্রাণের সামগ্রী রপ্তানী শুরু

দোয়া করি যেন ভাল থাকেন। দোয়া করবেন যেন ভাল থাকি মৌলভীবাজারের চাতলাপুর স্থল বন্দর দিয়ে ভারতের উত্তর ত্রিপুরা ও আসামের একাংশে বাংলাদেশী বহুজাতিক কোম্পানী প্রাণের সামগ্রী রপ্তানি শুরু হয়েছে। গত ২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে প্রথম চালান হিসেবে চার কার্গো প্রাণ সামগ্রী উত্তর ত্রিপুরার জেলা সদর কৈলাশহরে রপ্তানি করা হয়। ইট, সিমেন্ট, চিফ পাথর ও মাছের সাথে এবার প্রাণের সামগ্রী রপ্তানি করে চাতলাপুর স্থল বন্দর থেকে সরকারের রাজস্ব খাতে বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পাবে। চাতলাপুর স্থল বন্দরের প্রাণ সামগ্রীর সি এন্ড এফ এজেন্ট (কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট) রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনালের নির্বাহী প্রধান সুব্রত ধর চৌধুরী পার্থ বলেন, প্রাথমিকভাবে এক বছর মেয়াদী ২ কোটি ২৩ লাখ ৬ হাজার ৫০০ মার্কিন ডলারে বিনিময়ে প্রাণ গ্র”প অব এক্সপোর্টের ৪৫ ধরনের ২৭ লাখ ৩৫ হাজার মাষ্টার কার্টুন সামগ্রী উত্তর ত্রিপুরা ও আসামের একাংশে যাবে।

গত ২৬ এপ্রিল মাত্র ২ হাজার মাষ্টার কার্টুন সামগ্রী রপ্তানি হয়েছে। ভারতীয় সাতটি রাজ্যে বাংলাদেশের বিভিন্ন কোম্পানীর সামগ্রীর বিশাল একটি বাজার রয়েছে। ইতিমধ্যেই প্রাণ কোম্পানী এসব রাজ্যে তাদের তৈরী সামগ্রী রপ্তানি করছে। তবে উত্তর ত্রিপুরার জেলা কৈলাসহর ও আসামের একাংশে বাংলাদেশী সামগ্রী রপ্তানির ক্ষেত্রে একমাত্র চাতলাপুর স্থল বন্দরই উপযুক্ত। ফলে ভারতীয় ব্যবসায়ীদের সাথে প্রাণ কোম্পানীর ব্যাপক আলোচনার পর গত মঙ্গলবার চাতলাপুর স্থল বন্দর দিয়ে প্রথম চালানে চার কার্গো প্রাণ সামগ্রী উত্তর ত্রিপুরায় প্রবেশ করেছে।

ব্যবসায়ীরা আরও বলেন, আগামী দুই দিনে চাতলাপুর স্থল বন্দর দিয়ে আরও ৩০ কার্গো(বড় কভার্ডভ্যান) প্রাণ সামগ্রী উত্তর ত্রিপুরায় রপ্তানি হবে। চাতলাপুর স্থল বন্দর শুল্ক কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, গত মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল বন্দর দিয়ে উত্তর ত্রিপুরায় প্রাণের সামগ্রী রপ্তানি শুরু হলো। চার কার্গো প্রাণের সামগ্রী রপ্তানিতে ১৪ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ সরকার ১৯ হাজার ৫০০ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.