কেমনে বলি, তোমায় ভালো বাসি বিশুদ্ধ রজনীর নিঃশব্দ সুবাসে তোমার আলিঙ্গনে আমি মানস পটে। কলমন্দ্রমুখরা পৃথিবীর বিবেক যেথায় ক্ষয়িষ্ণু মানুষ যেথায় ঔদ্ধত্য হয়ে মানুষের জীবন করে নাশ সেই ক্ষতচিহ্নলাঞ্চিত বর্বর পৃথিবীতে ভালো বাসা যেথায় নিঃশেষ আজ সেই বিদ্যুৎচঞ্চুবিদ্ধ বিশৃঙ্খলতার মধ্যে ওলটপালট ব্যবস্থার ভেতর থেকে তোমার স্পর্শে আমার উপলব্ধি জেগে ওঠে ক্ষণে ক্ষণে যেখানে মরীচিকার মতো প্রেত নৃত্য করে মধ্যরাতে পশু কঙ্কাল পৃথিবীর নিস্তব্ধতা ভেঙে তার লেজের ঝাপটে আলুথালু করে দেয় তোমার ধ্যান নিমগ্ন সাধনা। এই অস্থির পৃথিবীতে কেমনে বলি আমি তোমায় ভালো বাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।