আমাদের কথা খুঁজে নিন

   

......ছোটোবেলার গল্প, কার কার এখোন পড়তে মজা লাগে??????

Live with no excuses and love with no regrets গল্প শুনতে কার না ভালো লাগে!!! আর ছোটোবেলার গল্পের ঝুড়িতে ছিল তেমনি মজার মজার গল্প। ছোটো থাকতে আম্মু অনেক মজার মজার গল্প শুনাতো। গল্প ছাড়া দুপুরের খাওয়া যেনো ইনকমপ্লিট রয়ে যেত। উকুনে বুড়ির সেই গল্প কার কার মনে আছে??????? হঠাৎ সেইদিন এই গল্পটি দোকানে দেখে, ছেলের জন্য কিনে নিয়ে এলাম। বাবু যতটা মজা পেয়েছে , আমি মনে হয় তার দুগুন মজা পেয়েছি।

ছোটোবেলার সব সৃতি চোখের সামনে গেসে উঠলো। উকুনে বুড়ি এক যে ছিল উকুনে বুড়ি। তার মাথায় অনেক অনেক উকুন ছিল। বুড়ি যখন বুড়োকে ভাত বেড়ে দিতে যেত তখন সেই উকুন ঝরঝর করে বুড়োর পাতে পড়ত। একদিন বুড়ো রেগে বুড়িকে ঠ্যাঙা দিয়ে মারল।

বুড়ি রেগে গিয়ে বলল, " বুড়ো তোমার বাড়ি আর থাকব না। " বুড়ি রাগ করে নদীর ধারে চলে গেল। নদীর ধারে এক বক ছিল। বুড়িকে দেখে বক বলল, "উকুনে বুড়ি, কোথায় যাও?" উকুনে বুড়ি বলল-- শ্বামি মারল, রাগে তাই ঘর-গেরস্তি ফেলে যাই । বককে সব কিছু বলল বুড়ি।

বক তা শুনে বলল, " কেন, উকুন তো খেতে বেশ লাগে ! তুমি আমার বাড়ি চলো। আমি মাছ ধরে দেব, তুমি রাঁধবে আর আমরা দুজন মজা করে খাব। উকুনও খাওয়া যাবে। " একদিন হয়েছে কি- বক এনেছে একটা মস্ত শোল মাছ। উকুনে বুড়ি মাছটা মজা করে রাঁধতে গিয়ে, চুলোর ধোঁয়ায় মাথা ঘুরে করাইয়ের মধ্যে পড়ে গেল।

বক বাড়ি ফিরে দেখল, বুড়ি পুড়ে মরে আছে। এই দেখে বকের খুব দুঃখ হল। সে নদীর ধারে বসে রইলো আর সাতদিন কিছু খেল না। তাই দেখে নদী বলল, " হ্যাঁ ভাই বক, তোমার হয়েছে কি?" বক বলল, " আমি যদি বলি, তবে কিন্তু তোমার সব জল ফেনা হয়ে যাবে। " নদী বলল, " হয় হবে, তুমি বল ।

" তখন বক বলল-- উকুনে বুড়ি পুড়ে মোলো, বক সাতদিন উপোস রইল । অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর সব জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসত। নদীর এই অবস্থা দেখে হাতি কারনটি যানতে চাইলো। তখন নদী বলল-- উকুনে বুড়ি পুড়ে মোলো, বক সাতদিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল ।

অমনি ধপাস করে হাতির ল্যাজটা খসে পড়ে গেল ! অমনি করে গাছ হাতি কে দেখে জিক্ষাসা করল। তখন হাতি বলল-- উকুনে বুড়ি পুড়ে মোলো, বক সাতদিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির ল্যাজ খসে পড়ল । অমনি ঝরঝর করে গাছের সব পাতা ঝরে পড়ল। এই ভাবে একজন একজন করে শিকার হল আরো অনেক মানুষ......... সেষ মেষ, রাজার দরবার প্রযন্ত এই অবস্থা..... তখন রাজা বললেন-- উকুনে বুড়ি পুড়ে মোলো, বক সাতদিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির ল্যাজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হল, রাখালের হাতে লাঠি আটকাল, দাসীর হাতে কুলো আটকাল, রানির হাতে থালা আটকাল, পিঁড়িতে রাজা আটকাল । এর পর আর কি করার, ছুতোর এসে পিঁড়ি কেটে রাজা মশাইকে ছাড়াল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।