সামনেই কোরবানির ঈদ...শহরের যান্ত্রিক জীবনকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে অনেকেই ঘরমুখো হচ্ছেন । ফিরে যাচ্ছেন নিজের আপন ঠিকানায়।
যখন ছোটো ছিলাম তখন এমনি করে আমিও অপেক্ষা করতাম কবে ঈদ আসবে...।কবে দাদুবাড়ি নানুবাড়ি যাবো ...কি কি দুষ্টামি করব সব একমাস আগ থেকেই প্ল্যান করে ফেলতাম...
কিন্তু এখন আর এসব কিছুই হয় না ।মাটির রান্নাঘরে পিড়ি পেতে সরভাসা চায়ের কাপে রুটি ভিজিয়ে আর খাওয়া হয় না । পাড়ার প্রত্যেক বাড়ির কোরবানি দেখার জন্য ছুটোছুটি হয় না । কেমন যান্ত্রিক একটা জীবন । ভালো লাগেনা । সবাই এখন খুব বেশী নিজের জন্য......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।