আমাদের কথা খুঁজে নিন

   

নেদারল্যান্ডে উচ্চ শিক্ষা

দোয়া করি যেন ভাল থাকেন। দোয়া করবেন যেন ভাল থাকি এখানকার বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরে ছাত্র-ছাত্রী ভর্তি করে থাকে। ওয়েব সাইট বা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোর কাঙ্ক্ষিত কোর্সের বিস্তারিত তথ্য, ভর্তি আবেদন এবং ভিসা প্রক্রিয়ার তথ্য ও দিকনির্দেশনা পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে ভর্তির আবেদনপত্র পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘অফার লেটার’ পাঠাবে।

অনলাইনে আবেদন শিক্ষার্থী নিজেই করতে পারবেন। ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডিতে মোট এক হাজার ৪৫৫টি প্রোগ্রাম ইংরেজিতে চালু করা হয়েছে। ব্যাচেলর প্রোগ্রামের জন্য ১২ বছরের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একাডেমিক পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট, আইইএলটিএস সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, মেডিক্যাল রিপোর্ট, আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র ও পাসপোর্ট আকারের ছবি প্রস্তুত থাকলে আবেদন করতে পারেন নেদারল্যান্ডসে পড়ার জন্য। নেদারল্যান্ডসে ইংরেজি ভাষায় পড়তে চাইলে ন্যূনতম আইইএলটিএস স্কোর থাকতে হবে ৫ দশমিক ৫।

দেশটির সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দিয়ে থাকে। বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে। আবেদন পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘এক্সেপটেন্স লেটার’ অর্থাত অফার লেটার পাঠিয়ে থাকে। অফার লেটার হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকার ‘কিংডম অব দ্য নেদারল্যান্ডস’ দূতাবাসে। এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারনতে যেসকল বিষয়গুলো পড়ানো হয় মেডিকেল, সাইকোলজি, ডেন্টিস্ট্রি, মাইক্রোবায়োলজি বিজনেস এডমিনিস্টেশন, ইকোলজি, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ফাইন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফিলোসফি, ল' সোস্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজেনস ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, বিল্ডিং ইন্ডাস্ট্রি, আর্বানাইজম, ফরেস্ট্রি, হিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, কার্ডিওলজি, এনাটমি, ফার্মেসি রেডিওলজি, সার্জারি, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, অডিওভিজ্যুয়াল মিডিয়া, মিউজিক, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি।

নেদারল্যান্ডসে বৃত্তি বৃত্তি-সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করতে প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট নিম্নে উল্লেখ করা হলো: http://www.studyinholland.nlwww.uva.nl http://www.leidenuniv.nl http://www.tilburguniversity.nl http://www.eur.nl http://www.tudelft.nl http://www.maastrichtuniversity.nl ABC Hogeschool Dordrecht en Omstreken Academie Voor Eurythmie Aki Academy of Visual Arts and Design Almere University of Higher Education Amsterdam School of Business Amsterdam School of the Arts Artez Conservatorium Avans University of Professional Education Azusa Theologische Hogeschool Bourdon Hogeschool Voor Muziek Breda University of Professional Education Business School Netherlands Business School Netherlands (English) Business School Twente Catholic University of Professional Education of Zwolle Christian Institute for Higher Professional Education de Driestar Christian University of Professional Education of North Netherland Codarts University of Professional Arts Education Conservatorium Van Amsterdam Constantijn Huygens School of Arts Cornerstone Centre for Intercultural Studies De Horst University of Professional Education for Social Sciences De Wittenberg Hogeschool en Toerustingscentrum Delft University of Technology Design Academy Eindhoven Dirksen University of Professional Education in Computing Electronics and Telecommunications Docent Muziek Rotterdams Conservatorium Dronten Professional Agricultural University Dutch Delta University Dutch Institute for Art History Florence Ede Christian University of Professional Education Communication Studies Edith Stein University of Professional Education/Research Centre of Twente Eindhoven University of Technology Erasmus Center for Maritime Economics and Logistics Erasmus University Rotterdam Eurocollege Hogeschool European Pilot Selection and Training Europort Business School Evangelische Theologische Hogeschool Fontys Pedagogic Technical University of Professional Education Fontys University of Applied Sciences Free University of Amsterdam Gerrit Rietveld Academy Graduate School Experimental Plant Sciences Wageningen HBO Nederland Hoger Onderwijs Voor Bedrijfskundige Informatiekunde Hogeschool Geo Hogeschool Gorinchem Ide Hogeschool Novi Hogeschool Thorn Kreato Muziekacademie সেনজেন এরিয়া ইউরোপিও ইউনিয়নভূক্ত ২৫ টি দেশের সম্মিলিত ল্যান্ড এরিয়াকে সেনজেন এরিয়া বলা হয়ে থাকে। তার মধ্যে একটি হলো এসব দেশের লোকজন ভিসা ছাড়া (অনেক ক্ষেত্রে কোনরকম চেকিং ছাড়াই) এই ২৫ দেশে ভ্রমণ করতে পারবে। সেনজেন এরিয়ার দেশসমূহ নিম্নরুপ: Austria Belgium Czech Republic Denmark Estonia Finland France and Monaco Germany Greece Hungary Iceland Italy Latvia Lithuania Luxembourg Malta Netherlands Norway Poland Portugal Slovakia Slovenia Spain Sweden Switzerland ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।