সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
নেদারল্যান্ডের চরম ডানপন্থী সংসদ সদস্য গিয়ার্ট ওয়াইল্ডার্স ইসলামবিরোধী একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছেন। ওই চলচ্চিত্রে তিনি ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র কোরান শরীফকে 'হত্যার প্রেরণাদাতা' বলে চিহ্নিত করতে চান। এ ঘটনার প্রেক্ষিতে দেশটিতে তুমুল বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। খবর এএফপি'র।
দেশটির প্রধানমন্ত্রী বলেছেন যে ওয়াইল্ডারের পরিকল্পনা ও এ ব্যাপারে আন্তর্জাতিক মনোযোগের বিষয়টি তার সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে।
ওলন্দাজ সরকারি টেলিভিশনে তিনি বলেন, "অন্য অনেক সমস্যা আমরা দেখেছি। কিন্তু এটা একটা বড় রকমের সমস্যা। "
ডানপন্থী ফ্রিডম পার্টির নেতা ওয়াইল্ডারস গত নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন যে, ১০ মিনিটের একটি ছবি তৈরি করবেন যেখানে কোরান শরীফকে 'অসহিষ্ণুতা, হত্যা আর সন্ত্রাসের প্রেরণা' হিসেবে চিহ্নিত করবেন তিনি।
তার ওই পরিকল্পনা আদৌ আলোর মুখ দেখবে কী না তা কেউ নিশ্চিত নয়।
তবে সরকার তার ঘোষণার কারণে বেশ বিপাকে আছে।
কিছু পর্যবেক্ষকের আশঙ্কা ওয়াইল্ডারস হয়তো ছবিতে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থটি পুড়ে বা ছিড়ে ফেলার দৃশ্য দেখাবেন। এটা হলে তাৎক্ষণিকভাবে মুসলিম বিশ্বে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দেবে।
হেগ সরকার ভয় পাচ্ছেন, ২০০৫ সালের মতো দাঙ্গা আবার ছড়িয়ে পরে কী না সেটা ভেবে। ওই সময় এক ডেনিশ পত্রিকায় নবী মোহাম্মদ (সাঃ) এর একটি কার্টুন আঁকার কারণে ডেনমার্ক সহ বিভিন্ন দেশে দাঙ্গা ছড়িয়ে পরে।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেছেন, "যাই ঘটুক না কেন, আমরা দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছি। "
নেদারল্যান্ডের আইনে মতামত প্রকাশের স্বাধীনতা সব নাগরিকের আছে। এ কারণে ওয়াইল্ডার্সের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নিতে পারছেন না। তবে হেগ সরকার যে তার সঙ্গে একমত নন তা তারা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
নেদারল্যান্ডের আইনে মতামত প্রকাশের স্বাধীনতা সব নাগরিকের আছে।
>>>>>এটা কি শুধু তাহলে মুসলমান ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বলা, লেখা-র জন্য?? অন্য ধর্মের জন্য এমন মতামত প্রকাশঝয় না কেন? অন্যান্য ধর্ম কি ধোয়া তুলসি পাতা, নাকি কছুর পাতার পানি????
courtesy: bdnews24.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।