মাথা চমকে উঠার মত খবর।
দুই বছরে ২৩ স্বামীর ঘরনি হয়েছে।
এ কেমন সমাজে আমরা বাস করছি।
আমাদের কারো কোন মাথা ব্যাথা নেই আমাদের চারপাশে কি ঘটছে তা নিয়ে।
যার যার মত তারা ঠকছি।
একটা নারী যদি মিথ্যা নারী নির্যাতন কেস করে আর যদি পুরুষলোকটি দোষি নাও হয় তারপরেও পুরুষটির কেমন হয়রানির শিকার হতে হয় তা তিনিই বুজতে পেরেছেন যিনি এর মারপাচে পরেছেন, এ কেমন আইন। অথচ আমাদের সমাজ এখন সমাজ সময়ের থেকেও অনেক এগিয়ে গেছে সেই সাথে অপরাধের ধরন বদলিয়েছে সেজন্য এ আইণ সময়পোযগি করার দরকার ছিল কিন্তু তা করা হয়নি বলেই এর অপব্যাবহার বাড়ছে।
এছাড়া আমাদের দেশে আমরা মনে করি যে আমাদের দেশের ৯৯% নারিরা অবলা।
কিন্তু যারা এদের প্যাচে পরেছেন তারাই বলতে পারবে কারা অবলা।
আমি বলছি না অবলা নারি নেই বলছি তাদের সংখ্যা খুবই নগন্য।
আর ২০১৩ এ এসে তা হাতে গোনা হতে পারে।
আর এই হতে গোনাদের বাকি রেখে যারা আছেন তারা টাইটজিন্স বা লেহেংগা পরে ঘুরে বেরাতে পছন্দ করেন আর তাদেরি স্বীকার হচ্ছে আমাদের সমাজে রোমানার স্বামীদের মত লোকজন। অনেক পুরুষ এজন্য এসব ব্যাপারে চেপে যান কথা বলতে সাহস পান না।
যাই হোক বিতর্কে যেতে চাই না। অন্তত এসব মেয়েদের কারনে আমাদের বোন-ভাতিজি-ভাগিনিরা যাতে খারাপ হতে না পারে সেটা চাই।
জানিনা, আজকাল টিভিতে যেসব মিউজিক অনুষ্ঠান দেখায় তাদের উপস্থাপনার মেয়েদের ড্রেসাপ দেখলে শরিরে কেমন যেন দোলাদেয়। পরক্ষনে মনে হয় যদি এই খোলামেলা পোশাকের মেয়েটা আমার বোন হত বা আমার মেয়ে হত তাহলে?
এদিকে আমাদের সমাজে তো নারিবাদি মানুষজন বেশি তাই তো নারিদের বিরুদ্ধে গেলে কঠোর আইন করে রেখেছে। দেখুন অবস্হা নারি বাদি আইনের সুবিধায় কিছু লোক তাদের ব্যাবহার করে টাকার পাহাড়ও বানাচ্ছে - এ কেমন সমাজ -
এই লিংকে ক্লিক করেই দেখুন -
http://www.amaderbarisal.com/news/46248.aspx ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।