আমাদের কথা খুঁজে নিন

   

দেখে নিন দুনিয়ার সবথেকে পুরানো কিছু সংবাদপত্র

The Belfast News Letter The Belfast News Letter সোমবার থেকে শনিবার পাঠকদের হাতে সংবাদপত্র পৌঁছে দেবার অঙ্গীকার নিয়ে নর্দান আয়ারল্যান্ড থেকে প্রকাশিত হয় ১৭৩৭ সালে। বিখ্যাত Joy পরিবারের হাত দিয়ে শুরু করে আজকের মালিকানা প্রাপ্ত Johnston Publishing (NI) কর্তৃক প্রকাশিত হয়ে চলেছে পত্রিকাটি। আরও জানতে উইকি Wiener Zeitung ইউরোপের নামকরা সংবাদপত্র Wiener Zeitung অস্ট্রেলিয়া থেকে প্রথম প্রকাশিত হয় সরকারের মুখপাত্র হিসেবে Wiennerisches Diarium নামে। ১৭০৩ সালের ৮ই আগস্ট পাঠকের হাতে আসে প্রথম সংখ্যা। নানা ঘটনার মধ্য দিয়ে আজও প্রকাশিত হচ্ছে পত্রিকাটি।

আরও জানতে উইকি London Gazette ইংল্যান্ডে ১৬৬৫ সালের ৭ই নভেম্বর Oxford Gazette নাম নিয়ে সরকারি মুখপাত্র হিসেবে বাজারে আসে London Gazette,ঠিক ঐ সময়েই প্লেগের কারণে পত্রিকাটি মানুষের কাছে পৌছালেও সাড়া জাগাতে পারেনি। পরে প্লেগ আতঙ্ক কেটে গেলে পত্রিকাটি মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়। ১৯৯০ সালে পত্রিকাটি সরকারি সুপারভিশনে প্রাইভেট সেক্টরে হস্তান্তর করা হয়। এখনও সুনাম নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে London Gazette উইকি Merkuriusz Polski Ordynaryjny পোল্যান্ডের রাজা John Casimir এবং রাণী Ludwika Maria Gonzaga এর পৃষ্ঠপোষকতায় পোল্যান্ডে ১৬৬১ সালের ৩রা জানুয়ারি সাপ্তাহিক পত্রিকা হিসেবে পাঠকের হাতে আসে Merkuriusz Polski Ordynaryjny,কিন্তু খুব বেশী দিন প্রকাশ হয়নি পত্রিকাটি। সর্বমোট ৪১ সংখ্যা প্রকাশ করে, যার শেষ সংখ্যা ১৬৬১ সালের ২২শে জুলাই প্রকাশিত হয়ে বন্ধ হয়ে যায় পত্রিকাটি।

উইকি Haarlems Dagblad নেদারল্যান্ডের Haarlem এ Abraham Casteleyn প্রকাশ করেন Weeckelycke Courante van Europa ("Weekly Newspaper of Europe")১৬৬৪ সালে নাম পরিবর্তন করে De Oprechte Haerlemse Courant নাম নিয়ে পাঠকের হাতে পৌছায়। বেশ জনপ্রিয়তা পায় পত্রিকাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি জোরকরে De Oprechte Haerlemse Courant নামকে পরিবর্তন করে নাম দেয় Haarlems Dagblad উইকি Post- och Inrikes Tidningar সুইডেনের Queen Christina এবং Chancellor Axel Oxenstierna ১৬৪৫ সালে সরকারি পত্রিকা হিসেবে পাঠকের হাতে নিয়ে আসেন Post- och Inrikes Tidningar,২০০০ সাল থেকে পত্রিকাটি অনলাইনে প্রকাশিত হচ্ছে। উইকি La Gazette ১৬৩১ সালে ফ্রান্সের পাঠকদের হাতে আসে La Gazette পত্রিকা,কারও কারও মতে এটা ম্যাগাজিন। পত্রিকা বা ম্যাগাজিন টি দ্রুত জনপ্রিয় হয় রাজনৈতিক ও ডিপ্লোম্যাটিক খবরের জন্য।

১৭৬২ সালে এটার নামকরণ করা হয় Gazette de France,নানা ঘটনার মধ্য দিয়ে এটার প্রকাশনা বন্ধ হয়ে যায় ১৯১৫ সালে। উইকি Courante uyt Italien, Duytslandt, &c. ১৬১৮ সালের জুন মাসে হল্যান্ডের অ্যামস্টারডাম থেকে প্রকাশিত হয় জনপ্রিয় পত্রিকা Courante uyt Italien, Duytslandt, &c. পত্রিকার জগতের অনেক নতুন বিষয় শুরু হয় এই পত্রিকার মাধ্যমে। উইকি Avisa Relation oder Zeitung Lucas Schulte ১৬০৯ সালে জার্মানির Wolfenbüttel এ প্রকাশ করেন Avisa Relation oder Zeitung নামের পত্রিকাটি। অনেকের মতে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত পত্রিকা মানব ইতিহাসে। উইকি The Relation The World Association of Newspapers অনেকদিন যাবত গবেষণা করেছে দুনিয়ার প্রথম সংবাদপত্র কি The Relation নাকি Avisa Relation oder Zeitung,অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে Johann Carolus এর ১৬০৯ সালে জার্মান ভাষায় প্রকাশিত The Relation হল প্রথম প্রকাশিত সংবাদপত্র।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.