আমাদের কথা খুঁজে নিন

   

আসুন কালেমা তাইয়্যেবা শিখি

এই কোর্সে আপনি যা জানবেন এবং যা শিখবেন সেটা একজন ব্যক্তির ঠিক সেই দিনটিতেই জানার কথা যেই দিনটিতে তিনি ইসলাম গ্রহন করলেন!!! এ কথা বলার পরে ভূমিকার জন্য বাক্যব্যয় করা নিষ্প্রয়োজন। আলোচনাগুলোর বিষয়বস্তু তাওহীদের অত্যন্ত বুনিয়াদী ধারনাগুলো নিয়ে। প্রথম তিনটি আলোচনা (লেকচার ১, ২ ও ৩) সাংঘাতিকরকম, ভীষণরকম গুরুত্বপূর্ন। লেকচারগুলো বাংলায়; তাই বুঝতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। অডিও লেকচারগুলো এই লিংক হতে ডাঊনলোড করে নিনঃ http://www.oiep.net/Publication/Detail/4 বিষয়বস্তু[/sb Lecture 01: ইসলামে ‘তাওহীদ’ এর ধারণার পর্যালোচনা, তাওহীদের উপকারিতা Lecture 02: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থ, এর সাক্ষ্য দেয়ার অর্থ ও তাৎপর্য Lecture 03: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর দুটি রোকন এবং ‘তাগূত’ পরিভাষাটির পর্যালোচনা Lecture 04: ইসলামের প্রতি আহবানে ‘তাওহীদ’ এর অগ্রাধিকার Lecture 05: দু’আর ক্ষেত্রে ‘তাওহীদ’ Lecture 06: ‘তাওহীদ’ এর মানদণ্ডে তাবিজ, ঝাঁড়ফুক ও তাবাররুক Lecture 07: ‘শাফায়াত’ও ‘তাওয়াসসুল’ Lecture 08: সৎকর্মশীলদের মর্যাদায় সীমালংঘন, কবরপূজা Lecture 09: ‘কারামাত’, ‘ইলহাম’, ‘স্বপ্ন’ Lecture 10: ‘তাওহীদ’ এর মানদণ্ডে যাদুটোনা, জ্যোতিষশাস্ত্র ও ভাগ্যগণনা Lecture 11: তাওহীদ’ এর মানদন্ডে শুভ ও অশুভ লক্ষণ Lecture 12: অন্তরের আমল: ভালবাসা, ভয় ও তাওয়াক্কুল এর ক্ষেত্রে তাওহীদ ও শিরক Lecture 13: আনুগত্যের ও হুকুমের ক্ষেত্রে তাওহীদ ও শিরক Lecture 14: রিয়া, জাগতিক স্বার্থে ইবাদত, প্রবৃত্তির অনুসরণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।