শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কালেমা তাওহীদ অর্থ একত্ব প্রকাশের বাক্য। আমরা বিশ্বাস করি, যে আল্লাহর হুকুম মেনে চলি তিনি এক অদ্বিতীয়। তার কোন শরীক বা অংশীদার নেই। যেমন তিনি একাই সমগ্র বিশ্ব-জাহানের সৃষ্টিকর্তা-পালনকর্তা, তেমনি তার পরিচালকও তিনি একাই।
বিশ্ব-জাহানের সৃষ্টিকর্তা-পালনকর্তা, তেমনি তার পরিচালকও তিনি একাই। মানুষ, জ্বীন, ফেরেশতা, জীবজন্তু. উদ্ভিত, গাছপালা, তরুলতা, সাগর-উপরসাগর, পাহাড়-পর্বত, সব কিছুরই তিনি মালিক প্রভু। সব কিছু জন্যই তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। তার শক্তি ক্ষমতার যেমন শেষ নেই, তেমনি তার গুন মহত্বেরও অন্ত নেই। আর এ সব কাজকর্ম গুন ও ক্ষমতায় এবং মহত্বে যেমন তার কোন ভাগী নেই, তেমনি তার সমান সমকক্ষও কেউ নেই।
আমরা জীবনভর যে আল্লাহর হুকুম মেনে চলছি, সেই আল্লাহর এই একত্ব যখন স্মরন করতে থাকি তখন তার প্রতি আমাদের ভালবাসা হয় সবচাইতে গভীর। সবচাইতে অটুট; আমাদের এবাদত হয় বিশুদ্ব, নির্ভেজাল এবং প্রেমময়। আর তার এই একত্বের ধারনা সারা বিশ্বের মু"মিন মুসলমানকে একতাবদ্ব করে রাখে, এক আল্লাহর সৈনিক হিসেবে তারা বিশ্বজয়ী এবং সারা বিশ্বে শাস্তি স্থাপনকারী আল্লাহর খলীফা বা মহান শাসক গোষ্টীরুপে কীর্তিত হয়। এই মহাসত্য যাতে আমরা ভুলে না যাই সে জন্যই নিম্নোক্ত একত্বের কালেমা উচ্চারন করি-
উচ্চারনঃ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল আলামীন।
অর্থঃ “(প্রভু হে!) তুমি ছাড়া কোন মা”বুদ নেই; তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই।
মুহাম্মদ (সাঃ)-আল্লাহর রাসূল, মুত্তাকীগনের নেতা, সমগ্র আলমের প্রতিপালকের প্রেরিত মহামানব। “
এই কালেমার মাধ্যমে আমরা এ কথাও ঘোষনা করি যে, আল্লাহর বন্দেগী করে মানুষ যত বড় অলী বা মোত্তাকী হোক না কেন,
হযরত বিশ্বনবী (সাঃ)-এর কাছাকাছি হওয়ারও কারো উপায় নেই। আল্লাহর পরেই যে নবীর স্থান, তাঁর নিকটবর্তী হওয়ার কল্পনা করাও নিছক পাগলামী ছাড়া আর কিছুই নয়। মোট কথা, তিনিই কেয়ামত পর্যন্ত সর্ব মহাপুরুষ, সব-দরবেশ, সব ধর্মভীরু এক অদ্বিতীয় পথ প্রদর্শক। আমরা আরো ঘোষনা করি যে, (হযরত)-মুহাম্মদ (সাঃ) শুধু আমাদের জন্যই নন, বরং সমগ্র আলমের জন্যই তিনি রাসূল, পথপ্রদর্শক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।