আমাদের কথা খুঁজে নিন

   

কালেমা শাহাদাত

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কালেমা শাহাদাত অর্থ সাক্ষ্য বাক্য। মানুষ কেউ একা নয়, প্রতিটি মানুষই পিতা-মাতার মাধ্যমে একটি পরিবারে জন্মগ্রহন করে। তারপর সমাজে ও রাষ্ট্রে ধীরে ধীরে সে বড় হয়। তাই কালেমা তাইয়েবার মাধ্যমে তার বিশ্বাস্য নীতির কথা সবার নিকট ব্যক্ত করতে হয়, তাতে জীবন কো্ন ধরনের হবে সকলের জানা থাকবে।

আর আল্লাহর উদ্দেশে নিবেদিত জীবন ধারার বিরুদ্বে যত বাধাই আসুক তা দুর করার জন্য জীবন দিতেও সর্বক্ষন প্রস্তুত থাকবে। আল্লাহর হুকুম মেনে চলার মধ্যেই যে শান্তি-তাই ধন-সম্পদ ও যাবতীয় শক্তি দিয়ে এবং প্রয়োজন হলে নিজেদের জীবন দিয়ে এ কথার সাক্ষ্য দিবে। উচ্চারনঃ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া্হদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মা"বুদ নেই। তিনি এক।

তার কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, (হযরত)-মুহাম্মদ (সাঃ) তার বান্দা ও রাসূল। " আর যখন আমরা মৃত্যুবরন করি তখন এরুপ সাক্ষ্যের জন্যই আমাদেরকে বলা হয় শহীদ অর্থাৎ সাক্ষ্যদাতা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।