এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। এয়ারটেল, টেলিটক, গ্রামীনফুন আর রবি সিমের কথোপকথন। (প্রসঙ্গ- কোন এক জোকার নাকি তার নাম্বার বিলাইতেছে)
এয়ারটেলঃ ''নাহ, হাসু আপা তো ভারতের পুঙ্গি বাজাইয়া দিবে!''
রবিঃ ''কেন কেন?? কি হইছে?''
এয়ারটেলঃ ''বাহ বাহ, তোমারে ইউজ কৈরা ফালাইলো আর তুমি নিজেই জানো না!''
রবিঃ ''অ্যাঁ, কি কও!! খুইল্লা কও!''
এয়ারটেলঃ ''ক্যান? হুনোনাই জোকার হাসু আপা লুই'কান এর বানানো রঙ্গমঞ্চে তেনার মুবাইল নাম্বার দিসে? তার দুইডা নাম্বারের মধ্যে একটা রবি নাম্বার আরেকটা গ্রামিনফুন। ''
রবিঃ ''তাতে ভারতের পুঙ্গি বাজলো কেম্নে?''
এয়ারটেলঃ ''আরে আগে তো বাঙ্গালিরা ইন্ডিয়ান চ্যানলে ''মীরাক্কেল'' দেখতো, এখন তো মীরাক্কেল না দেইখা জোকস শোনার লাইগা হাসু আপারে ফুন দিবো! ভারতের লস হইবো!''
গ্রামীণফুনঃ ''হ, কইছে তোমারে!''
এয়ারটেলঃ ''বেশি কথা কইও না হারামীফুন (গ্রামীণ), তোমার নাম্বার নাম্বার ও চালায় আপায়!! তুমারেও ইউজ করতাছে!! আর তুমি করতাছো তার চামচামি!''
এমন অবস্থায় টেলিটকের আগমন...
টেলিটকঃ ''চোপ্ ! বেত্তমিজ সিমের বাচ্চারা!! বুঝোনা কিছু, বিচিরে কও লিচু!''
এয়ারটেলঃ ''তাইলে সব খোলসা কৈরা কও!''
টেলিটকঃ ''শুনো, আমাগো হাসু আপা মাঝে মইদ্ধে দুই একটা কথা কইয়া ফালায় ঠাট্টা কৈরা, তাতে ভারতের কুনু ক্ষতি হইবো না, আর সংসদে তার ফুন নাম্বার দেয়ার ফলে মীরাক্কেলের কুনু লস হইবো না। তিনি নিজে মিরাক্কেলের ভক্ত, তাই ভারতের সাথে বন্ধন মজবুত করনের লাইগা ভারতের দেখাদেখি নিজেও একটা জোকস শো চালানোর উদ্যোগ নিছে আর কি!''
এয়ারটেলঃ ''তাইলে তিনি তুমার টেলিটক বা ভারতের এয়ারটেল নাম্বার না দিয়া রবি আর গ্রামীণ ফুন এর নাম্বার দিলো ক্যা?''
টেলিটকঃ ''আরে শালা, টেলিটক বা রবি দেয়নাই তার মাঝেও ভারত প্রীতি আছে!''
এয়ারটেলঃ ''কেমন?''
টেলিটকঃ ''এয়ারটেল নাম্বার থিকা পাবলিক ফুন দিয়া কথা কইলে তার ১৫% ভ্যাট তো আবার আমাগোরেই দিতে হইবো, তার চে' ভারতের টাকা ভারতেই থাক!''
এয়ারটেলঃ ''অ!! বুচ্ছি, গুড ডিসিসন! তাইলে টেলিটক না দিয়া গ্রামীণ ফুন আর রবি দেওনের মানে কী!''
টেলিটকঃ ''এর এইডাও বুঝলা না বোকা*দা ?? গ্রামীণ দেয়ার মানে হইলো দ্যাশের বেশির ভাগ পাবলিক গ্রামীণ সিম চালায়।
এর মাধ্যমে জোক্স শুনাইলে নোবেল পাওনের একটা সম্ভবনা আছে!! হাসু আপার আবার একটা নুবেল পাওয়ার খুব শখ! আর রবি দিছে কারন, রবির কথা হইলো ''জ্বলে উঠুন আপন শক্তিতে। '' মানে হইলো যারে ইচ্ছা তারে, যেম্নে ইচ্ছা তেমনে জ্বালাইয়া পুড়াইয়া ভারতের সাথে বন্ধন শক্ত করতেই হইবো!! তাই রবিরেই জ্বালানো হোক!
এয়ারটেলঃ ''হুম, ভালো ভাল। হাসু আপার বুদ্ধি আছে!! কিন্তু টেলিটক নাম্বার দিলো না ক্যা এইডা এখনো ক্লিয়ার হইতে পারলাম না। ''
টেলিটকঃ ''তুই তো হালায় পুরাই মমতা বান্দির মত ঠেডা!! আইচ্ছা এইডা কানে কানে হুন, টেলিটক হইলো সরকারী সিম। এইডা দিয়া দ্যাশের পুলিশ বাহিনি সল্প খরচে কনট্রোল করবো আমাগো পাহারা খাতুন আপায়।
বলা তো যায় না, গ্রামীণ আর রবি যদি চেইত্তা গিয়া আন্দোলন করে তাইলে ঠেকান লাগবো না?''
এয়ারটেলঃ ''হুম, ব্যাপুক প্ল্যান!! বান্দে মাতারম!''
(সকল চরিত্র এবং ঘটনা কাল্পনিক, কারো সাথে মিলে গেলে কাকতাল মাত্র। এর জন্য লেখক দায়ী নহে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।