দেবযানীর সাথে মার্কিনীরা যা করলো তা এক কথায় জগন্য । চরম নিন্দনীয় ।
কি মনে হয় আপনাদের সামান্য এক পরিচারিকার জন্য ভারতীয় কূটনীতিকে এমন হেন আপমান করবে আমেরিকা ???
ভেবে দেখুন তো বিষয় গুলো :
১। জন কেরি, বান কি মুন , সাইদা সবাই কে সাইড দিয়া আমাগো হাসু খালা কা. মে কে কামে পাঠালেন । অভিন্দন ।
২। বাংলাদেশ নিয়ে ভারত ও আমেরিকা গত কিছুদিন ধরে অনেক বাক বিতন্ডা করছে , কারে গদিতে রাখবে । ভারতের ইচ্ছাই আমেরিকা কে ছাড় দিতে হচ্ছে । এটা অনেক বড় একটা মৌলিক কারন ।
৩।
ড্যান মজিনা এই বিষয়টি সুরাহা করার জন্য দিল্লী উড়াল দিছিলেন কিন্তু আলোচনা ফলদায়ক হয় নি ।
সামগ্রিক ভাবে বিষয়গুলো নিয়ে ভাবেন কাকে বুঝানোর জন্য এটা করা হইছে ।
বাংলাদেশ । আমি চোখ বন্ধ করে বলে দিতে পারে আগামী দিনের এশিয়ার সবচেয়ে বড় ও প্রয়োজনীয় শক্তি হবে । আপনারা বিশ্বাস করুন আর নাই করুন ।
এই দেশকে নিয়ে ভারত , ফাকি রা আর আমেরিকা সবাই চিন্তা করে । উফফফ ... ভাবতেই ভালো লাগছে ।
বাকি ৫/৬টারে জলদি ঝুলান আফা । আমার ইসলামী রাজনীতি নিয়া কোন সমস্যা নেই (দুনিয়ার সব দেশেই ধর্ম মুলক রাজনীতিক দল বিদ্যমান) , সমস্যা পাকিস্তানে জন্ম নেয়া কেউ যাতে আমার দেশে রাজনীতি না করে ।
ভারতের শক্ত জবাব টারে সাবাস না দিয়ে পারলাম না ।
আমাদের এখন একটু মুচকি হাসার সময় ।
ধন্যবাদ । অনেক দিন পর লিখলাম । ভুল হলে নিজগুনে মাফ দিবেন ।
[আমার দৃষ্টিভংগি তুলে দিলাম ।
আর কিছুই নয় ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।