আমি হাসতে পছন্দ করি,গাইতে পছন্দ করি,গল্প করতে পছন্দ করি,ঘুমাতে অনেক বেশি পছন্দ করি,ঘুরতে পছন্দ করি,মাঝে মাঝে লেখাপড়া করতে পছন্দ করি, বৃষ্টি পছন্দ করি, শিশির পছন্দ করি, রোদ পছন্দ করি,রাত পছন্দ করি, আমি ফুল পছন্দ করি,পাখি পছন্দ করি। আমি অনেক সাধারণ একজন মা আজ একটি বিষয়ে খুব মন খারাপ হল। আমি একটি নিরবুদ্ধিতার কাজ করেছি, কাজ টা কি সেটা গুরুত্বপূর্ণ নয়( খুব এ সামান্য বিষয়)। কিন্তু আমি সেই নিরবুদ্ধিতার কাজটি করায় আমার অনেক আপন একজন বলে বসলেন যে আমি উত্তরবঙ্গের মানুষ হওয়াতেই আমি এই কাজটি করেছি। খুব আশ্চর্য লাগলো, আমি বরাবর ই এমন কাজ করি যা প্রশংসার দাবিদার, তখন কিন্তু কেউ বলেনা যে আমি উত্তরবঙ্গের মানুষ দেখে এই কাজটি করতে পেরেছি।
কিন্তু নিরবুদ্ধিতার একটি কাজ এই এমন কথা শুনতে হল! যাই হোক, আমার অনেক বন্ধুদের গ্রাম ই নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সিলেট, চিটাগাং এবং আরও অনেক এলাকার ই বন্ধু আমার আছে। প্রায়শই খেয়াল করে থাকি, তাদের ক্ষেত্রেও কোন ভুল কাজ কেউ করে থাকলে আমরা বরাবর এ তাদের এলাকার কথা টেনে এনে তাদের কটু কথা শুনাই। কিন্তু কখনও ই তাদের প্রশংসার কোন কথা বলতে তাদের এলাকা কে টেনে এনে ২-১ টা ভালো কথা বলিনা। এটা খুব ই দুঃখ জনক। একটি এলাকায় সব ধরনের মানুষ ই বাস করেন।
একজন মানুষ খারাপ তার নিজের কারণে , সে কোন অন্যায় বা নিরবুদ্ধিতার কাজ করে থাকলেও তার জন্য কেবল সে ই দায়ী। তার অন্যায়, বোকামি, নিরবুদ্ধিতা কোন কিছুর জন্য ই তার দেশ, তার গ্রাম, তার পরিবার, এবং আশপাশের কোন কিছু কেই দোষারোপ করা উচিত না। বরং কেউ কোন ভালো কাজ করে থাকলে তার জন্য তার দেশের প্রশংসা করা উচিত। তাই, আমাদের উচিত নিজেদের বিবেক কে জাগ্রত করে সমস্ত দেশ, সমস্ত গ্রাম, সমস্ত এলাকার মানুষের প্রতি সম্মান দেখানো, কারো একার ভুল এর দোষ এ একটি দেশ বা একটি জাতিকে কখনই দোষী করা উচিত নয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।