আমিতো জগত নিয়েছি চোখের মণিতে
দুপায়ে কাদা-মাটি জলের শেকল
আমিতো ভাবলেশহীন
কারন আমার নিজের ছোবল।
ওখানে চৌপথ মোড়ে মণিতে মণিতে
দৃষ্টিগুলো ঘোমটা খুলে নাচে
ওখানে চিত্র পাড়ায় পরশুরা সব
ওড়াল মইশের গাড়ির তলে
আমিতো নিজের জালে পড়েছি ধরা
গোপন সে কথা জানে
আমিতো অন্ধ ভেবেছি
এখন সে কথা জেনেছে জনে জনে
আমাদের ফুলবাগানে মেঘ ফিরে যায়
ঋতুর কুন্ড জ্বলে
আমাদের বিবস রাত্রী র্সূয্য ক্রোধী
বোধের তেষ্টা শূলে
আমিতো জেনেই আছি তোমার কথা
দৃষ্টি অনূদতি
আমিতো বন্ধ ভেবেছি
এখন সে কথা ভুল প্রমাণিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।