আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...
বায়ান্নতে দেখেছি তোমায়
জেগেছিলে তীব্র রোষে
ভাষার দাবীতে ধরেছিলে দু'হাতে
শয়তানের গলা কষে।
দেখেছি তোমায় একাওরে
ত্রিশ লক্ষ স্মৃতির ভীড়ে,
রক্তে ভেসেছিলে তবু
হেসেছিলে উচু শিরে।
দেখছি তোমায় এখনও আমি
রাজাকারের থাবায় বেশ,
স্বাধীনতা তবে কাকে বলে?
সোনার বাংলাদেশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।