আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক যখন মরে যায়!

আমরা সকলেই মানুষ ছোট বেলায় খেলার জন্য সব ধরনের কাজে ফাকি দিতাম। এজন্য আমার পিতা প্রায়ই বলতেন তোর বিবেক বলতে কিছুই নাই। চোরে না শোনে ধর্মের কাহিনী। বয়স যত বাড়তে থাকল ততই এই কথাগুলো কষ্ট দিত। একটা সময় জরুরি কাজ গুলো সেরেই খেলাধূলায় মাততাম।

পাঠক শিরোনাম এর সাথে কথাগুলো কিছুটা প্রাসঙ্গিক। আমরা প্রতেকেই স্বীকার করতে বাধ্য হব যে, বিবেকের সহজ হিসাব নিকাশ না থাকলে পৃথিবিটা সভ্য হতনা। মূল কথায় আসি। মিডিয়া কে বলা হয় জাতির বিবেক। এই বিবেক বাংলাদেশের ইতিহাস কে করেছে সমৃদ্ধ।

জাতির ক্রান্তিলগ্নে দিয়েছে নির্দেশিকা। এটা ধ্রুব তারার মতই সত্য। কিন্ত বর্তমান বাংলাদেশের সকল মিডিয় রাজনৈতিক ভাবে কয়েক ধারায় বিবক্ত। পচন ধরেছে মেধায়। সাম্প্রতিক সময়ে দিল্লীর ঘটনায় সকলেই শোকাবহ।

কিন্ত সচেতন নয়। এধরনের ঘটনায় সকলেই ক্ষুব্ধ। প্রত্যেকেই ধর্ষকের মৃত্যুদন্ড চায়। কিন্তু আমার প্রশ্ন এটাই কি শেষ কথা? নির্দিষ্ট বয়স পর্যন্ত সকল সক্ষম মানুষের মধ্যেই যৌন উত্তেজনা প্রবল থাকে। এটা নিয়ন্ত্রনের জন্য ধর্মীয় অনুভূতি বেশ কার্যকর।

অনেকে এর বিরুদ্ধে। তবে আমি বির্তকে যাবনা। পশুত্ব থাকবেই তবে এটি নিয়ন্ত্রিত হতেহবে এটাই আসল কথ। কিন্তু দুঃখের বিষয় এই মিডিয়া গুলোতেই যৌন উত্তেজনা বেশী দেখা যায়। অশ্লীল ছবি, পর্নোগ্রাফি, যৌন উত্তেজক পোষাক, উষ্কানিমূলক প্রোগ্রাম, এসবের চুড়ান্ত পরিনতি হচ্ছে ধর্ষন।

তবে বর্তমানে মিডিয়া তে মিমাসিংত যৌনাচার শব্দটি উচ্চারিত হচ্ছে যা প্রতারনার শামিল। আমাদের দেশের বেশ কিছু চ্যানেল এ উপস্থাপিকারা তাদের ড্রেস ও মডেলিংয়ে সভ্যতাকে হার মানায়। পাঠক এ বিষয়ে যেখানে মিডিয়াগুলো আমাদের সচেতন সেখানে তারাই ঘাতক। তাই দুঃখের সাথে বলতে হয় আমাদের বিবেক মরে গেছে, আওয়ামীলীগ ও বিএনপিতে বিভক্ত হয়েছে। এমতাবস্থায় জাতির ধ্বংস প্রায়ই অনিবার্য।

হয় এখান থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে না হয় ধর্ষন কে সমাজের একটা অংশ হিসেবে মেনে নিতে হবে। ধর্ষনের স্বীকার যে কেউ হতে পারে- আমারম মা, বোন,বউ,মেয়ে সহ আরও অনেকে। পন্থা যাহোক এখনই সময় সামাজিক আন্দোলন গড়ে তোলার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।