আমাদের কথা খুঁজে নিন

   

রিজার্ভে নতুন মাইলফলক

প্রবাসীদের পাঠানো অর্থই (রেমিটেন্স) এতে মূল ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন নান বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (মঙ্গলবার) সকালে রিজার্ভ আমাদের ইতিহাসে প্রথম বারের মতো ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।”
আমদানি ব্যয় কমে আসার সঙ্গে সঙ্গে প্রকল্প সাহায্যও রিজার্ভের বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানান তিনি। তবে মূল অবদান রেমিটেন্স।
গত এপ্রিল মাসে প্রবাসীরা ১১৯ কোটি টাকা দেশে পাঠিয়েছেন।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ১২ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি বলে জানান ছাইদুর রহমান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।