আমাদের কথা খুঁজে নিন

   

চারটি চতুষ্টয়

সকল সৌন্দর্যই বর্ণিল পঙ্কিলতা থেকে উদ্গত ১। জীবন অনেক কিছু দেখে। রং, ধূলা, ঘৃণা, কষ্ট দুঃখ সব গোগ্রাসে গিলে ধূয়ে ফেলে সাবানের জলে। জীবন তকতকে রাখে অদ্ভূত দক্ষতায়- যেন পঙ্কময় লৌকিক ফাঁদ অলৌকিক ধরবার। ২।

এইসব দিনে কোথাও যেতে ইচ্ছে করে না, কাঁথা মুড়ি দিয়ে সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে হয়। ঘরটিকে মায়ের পেটের মত মনে হয়- ইশ! চিরটাকাল যদি হত শনি আর রবিবার। ৩। আগে মনে হত গলার নিচে কালো দাগ-অলা বাবুইটি ছেলে আর সাদাটি মেয়ে। দুজনে খুঁটছিল খড় ঝোপে।

ঠোঁট ফাকের খড় পরে গেলে কালোটির ভুল ভাঙ্গে জলদি আমার। মেয়ে বাবুইরা পরিশ্রমী হয় অন্তত নিজেদের জন্যে ৪। কিছু ভুল থাকে, বিরান বনের শোঁ শোঁ আওয়াজে জানিয়ে দেয় হচ্ছে ভুল সরে আসো দূরে, পালাও পালাও-বলে করে চিৎকার। ভুলগুলি বুকপকেটে তুলে সে গর্জন শুনতে থাকি। প্রচণ্ড কোলাহল বা বজ্রপাত মুখর ঝড় বড় প্রয়োজন এখন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।