আমাদের কথা খুঁজে নিন

   

চারটি হাত আর চারটি পা নিয়ে জন্ম নিয়েছিল লক্ষী

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

চারটি হাত আর চারটি পা নিয়ে জন্ম নিয়েছিল লক্ষী। বাঙ্গালোরের এক হাসপাতালে তিরিশ জন ডাক্তার মিলে ২৭ ঘন্টা অপারেশান করার পর এখন তার আর সবার মতোই দু’টো হাত আর দু’টো পা। বাড়তি অংশগুলো কেটে বাদ দেয়া হয়েছে। জমজ সন্তান জন্ম দেবার কথা ছিল লক্ষীর মায়ের। মায়ের পেটে দ্বিতীয় এম্ব্রিও কোন কারণে বেড়ে উঠতে পারেনি, কিন্তু তাতে প্রথম এম্ব্রিও দ্বিতীয়টির কিছু অংশের নিঙন্ত্রণ পেয়ে যায়।

সেকারনেই চার পা আর চার হাত নিয়ে পৃথিবীতে আগমন লক্ষীর। তার এই বিরল অসুস্থতার লাতিন নাম ‘ইশিপাগুস’। ডাক্তাররা অপারেশনের তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন। দু’টো বছর অনেক কষ্ট পোহাতে হয়েছে তার বাবামায়ের। উত্তর ভারতে তার জন্মভুমিতে কেউ কেউ তার এই অবস্থাকে ঐশ্বরিক বাহানায় তাকে দেবী সাজিয়ে অর্থোপার্জনের পথ হিসেবে দেখতে চেয়েছে।

তার নাম লক্ষী হওয়াতে দেবী লক্ষীর সাথে মিল পেয়েছে কেউ কেউ। কারো কারো ঘৃনা ব্যথিত করেছে তার বাবা মা কে। তারপর যখন এক সার্কাস দল লক্ষীকে কিনে নিতে চায়, তথন তার বাবা মা তাকে লুকিয়ে ফেলতে বাধ্য হন। ডাক্তাদের কথানুযায়ী লক্ষী এই অপারেশনের পর অন্যদের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এতদিন তার এই শারিরীক বৈকল্যের কারনে সে হাঁটতে, এমনকি দাঁড়াতেও পারতো না।

বাবা মা- শম্ভু ও পূনম সহ তার আত্মীয়স্বজনরা ডাক্তারদের এই সাফল্যের পর নিজেরাও আশাবাদী ও আনন্দিত। ছবিতে অপারেশনের আগে মায়ের কোলে লক্ষীকে দেখা যাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে আন্তরিকভাবে লক্ষীর সুস্থতা ও সুখী জীবন কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।