আমাদের কথা খুঁজে নিন

   

চারটি দশক পরে

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত স্বাধীনতা করেছি অর্জন চল্লিশ বছর হল পার। আজও কি হয়েছে নিশ্চিত সকলের সমান অধিকার? খাদ্য, বস্ত্র, চিকিৎসা শিক্ষা ও বাসস্হান, পেয়েছে কি সবাই, ঘুচেছে কি ব্যাবধান? বৈষম্য কমেছে কি আজও ধনী ও গরিবে? এত বিজয়ের করি আনন্দ কিসের জন্য তবে? মাঝে মাঝে ভেঙ্গে পড়ি হতাশায় নিরবে-নিভৃতে কাদিঁ। দেশটা তো আমাদের-ই তাই আবারো আশায় বুক বাঁধি। ভাবি, সময়ের মুক্তিযোদ্ধারা একদিন এনে দিবে মৌলিক স্বাধীনতা।

যাদের চিরকাল করবে স্মরণ এদেশের মজলুম জনতা। ----------------------------- এটাকে বলতে পারি আমি সৌভাগ্যের কবিতা। সামুতে নিক খোলার পর দীর্ঘ তিরিশ দিনেও যখন আমার ওয়াচ খরা কাটছিল না, তখন এই কবিতাটা পোস্ট করার সাথে সাথেই আমি জেনারেল হওয়ার সোভাগ্য লাভ করি। অথবা এটাকে অনুরোধের কবিতাও বলা যেতে পারে। আমাদের কোচিংয়ে পড়ত এক সাংবাদিকের ছেলে।

গত বছর ১৪ ডিসেম্বরে সে আমার কাছে এসে অনুরোধ করে একটা কবিতা লেখার জন্য বিজয়ের মাস নিয়ে। সেদিনই তাকে পাশে বসিয়ে লিখে দিয়েছিলাম কবিতাটা। যাই হোক, তার মাধ্যমে আমার কয়েকটি কবিতা জাতীয় দৌনিকে ছাপালেও আমার জানামতে এটা এখনও আলোর মুখ দেখেনি। না এটাকে আমি সৌভাগ্য কিংবা অনুরোধের কবিতা বলব না। এটাকে বলব স্বাধিনতার চার দশক পরে আমার হ্রদয়ে যে না পাওয়ার বেদনা, সেই বেদনার কবিতা এবং আজকের দেশপ্রেমিক তরুনদের চোখের দিকে আমি যেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কবিতা।

-------------------------------------------------- আমার লেখা আমার সবচেয়ে প্রিয় গান- স্বপ্নের বাংলাদেশ সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।