আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত বিরম্বনাঃ ফেইসবুকের পেইজ গুলুর লাইক "ভিক্ষা"।

শুধু ব্লগেই নয় ফেইসবুকেও চলে হিটের ব্যাবসা । এখানে যেমন মাল্টি নিকের মাধ্যমে হিটের ব্যাবসা চলে তেমন ভাবে ওইখানে চলে ভিক্ষার মাধ্যমে , শুধু এখানেই পার্থক্য । তারকাদের নামে , ধর্মের নামে ,স্থানের নামে , সামাজিক বিভিন্ন সমস্যার নামে , বিভিন্ন পন্ন্যর নামে এবং নানাবিধ ফান পেইজের নামে খোজা হয় এই ভিক্ষা । ভাই এটা কি ধরনের প্রতিযোগিতা বলেন ? দেখা গেল একটা বাচ্চা নামায পড়ছে, সেখানে বলা হয় কয়টা লাইক এই বাচ্চাতির জন্য । বড়ই হাস্যকর ।

মানুষতো এমনেই লাইক দিবে ওই ছবিতে এতে কোন সন্দেহ নেই । কিন্তু এই আবেদনটির দ্বারা ছবিটির মান কমান হয় বলেই আমার ধারনা । আবার যেকোনো একজন তারকার ছবি দিয়ে বলবে কয়টি লাইক এর জন্য । বলেন কি অদ্ভত । আমার মনে হয় ওই ব্যাক্তি নিজেও ওই পেইজ দেখলে আত্তসম্মানহিনতায় ভুগবে ।

মুলত নিচের এই বাচ্চাটির ইবাদতের অসাধারন সুন্দর ছবিটি দেখে নিজের কাছেই খারাপ লাগল । এখানে লিখা ছিল " এই পিচ্ছি হাজির জন্য কতগুলি লাইক দিবেন" । লাইক দিতে গিয়েও দিলাম না লাইক ভিক্ষার কারনে । আসলে কারা এসব পেইজ চালায় তাদের যোগ্যতাটা এবং সম্মানবোদ সত্যি প্রশ্নবিদ্ধ এবং তারা এই সুন্দর সুন্দর ঘটনা গুলিও প্রশ্নবিদ্ধ করে । যাই হোক যেকোনো কিছুই হোক না কেন সেটা যদি হৃদয়স্পর্শী হয় তাহলে অবশ্যই মানুষের ভাল লাগবে তাই সেটার জন্য ওইরকম লাইক ভিক্ষা করা অশোভন বলেই মনে হয় আমার এবং এটি শুধুমাত্র অন্যান্যদের বিরক্তির উদ্রেকই জন্মই দেয় না বরং অসহায় করে তোলে ওই বিষয়টিকেও অন্য কিছু নয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.