অ আ ক খ গ ঙ আচ্ছা কিন্তু যদি এমন হত কেউ বলত তমার সারা দিনের পড়া শুধুই হ্যারি পটার , কিম্বা স্টার ওয়ার ম্যাট্রিক্স , লর্ড অব রিংস ............ স্বপ্ন কখনো সত্যি হয় ? তাও আবার পুরো পুরি । হ্যা আমার আজকের বিষয় আমার আপনার দেশে না হোক বিশ্বের বেশ কিছু নামী দামী ইউনিভার্সিটিতে চালু হয়েছে এই ধরনেরই কিছু কোর্স । বিশ্বাস হয় না ? আমার ও বিশ্বাস হচ্ছিল না । আমরা জানি যে আমাদের শিক্ষা র প্রধান দুটি উদ্দেশ্য হল এক পার্সোনাল ডেভলপমেন্ট ও দুই প্রফেশন্যাল ডেভলপমেন্ট । কিন্তু এছাড়া আর কিছু আছে যেমন আমাদের মনের চাহিদা , বা মনের খিদে ।
সেটার কথা মাথায় রেখেই বিশ্বের বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটিতে চালু হয়েছে অদ্ভূত কিছু কিছু কোর্স । সেদিন ইন্টার নেট ঘাঁটতে ঘাঁটতে ...পেয়ে গেলাম এরকম বেশ কিছু অফ বিট কোর্স কারিকুলাম । যা চলছে বিশ্বের সব নাম করা কিছু ইউনিভার্সটিতে । এদের মধ্যে বেছে বেছে হাজির করলাম কয়েকটিকে ........ এই সমস্ত কোর্স গুলি র কিছু ফুলটাইম কোর্স , কিছু অপশনাল । না না এই বিষয় নিএ ভবিষতে পরার জন্য বলছি না বা কাউওকে কাউন্সেলিং করার জন্য ও না ।
শুধু মজা বা ফান এর জন্যই হাজির করছি সেই সব মজার মজার কোর্স এর সমন্ধে
প্রথম কোর্সের নাম :
Myth and Science: Star Wars , The Matrix and Lord Of the Rings
USA এর Centre College চালু করেছে এই কোর্স। এই কোর্স এর ঊদ্দেশ্য হল মাইথোলজিকাল যে সকল হিরো রয়েছেন তাদের সঙ্গে বর্তমানের Star Wars , The Matrix বা Lord Of the Rings মহাকাব্যরূপী এই সকল গল্পের বর্তমান হিরোদের তূলনা মূলক আলোচনা । জর্জ লুকাস । ওয়াচোস্কি ব্রাদার ,JRR Tolkein , homar ও ভার্জিন এর মত পৌরানিক কাহিনীগুলির চরিত্রের সঙ্গে বর্তমানের হিরোদের কি কি পার্থক্য , জন মানসে তাদের প্রভাব । সেই প্রভাবের ব্যাপ্তি ও তার কারন ।
এই কোর্সের মুখ্য উপদেষ্টা হলেন লি প্যাটার সন । কি মজার কোর্স না পড়তে মুঞ্চায় ? মুঞ্চায় না ? তা হলে আর কি করা পরের কোর্স টা দেখি ।
দ্বিতীয় কোর্স
Simpson and Philosophy :
নাম দিয়ে কি আসে যায় ? আর নাম দিয়ে এই কোর্স টিকে সম্পূর্ণ চেনাও যাবে না । বার্কলে তে ইউনিভার্সিট অব ক্যালিফোর্নিয়া তে এই কোর্স টি পড়ানো হচ্ছে । এখানে যে মূল পাঠ্য বই সেয়াটি হল -The Simpsons and Philosphy : The D’oh of Homer”।
এখানে জনপ্রিয় কার্টুন চরিত্র গুলির উপরে নামকরা দার্শনিক দের দৃষ্টি ভঙ্গীতে তার ব্যাখ্যা দেওয়া হয় ? এমনিতেই ফিলসফি বা দর্শন এক কঠিন বিষয় তার উপরে এই কোর্সে বিশেষত্ব হল এখানে এমন এমন কিছু সমস্যাবলী ওতার দর্শনের দৃষ্টি ভঙ্গীতে উত্তর চাওয়া হয় যা শুনলে ভিরমি খেতে হবে । একটা উদাহরন দিই যেমন । মার্জ এর প্রচুর চুল কি সমাজ জীবনের উন্নয়ন না অধঃপতনের সূচক ? কি এর উত্তর , আমি তো ভেবেই সারা । থাক । আর ভেবে কাজ নেই ।
আসি পরের কোর্স্ টিতে –
তৃতীয় কোর্স
The Science of Harry Potter:
আর কোনো কথা হবে না বস । এটা আমি পড়বই । আমার যে পড়তে খু ব ই মুঞ্চায় ।
আরে আরে একি ! কোর্স কারিকুলামে বলে কি ? যদি আপনি ভেবে থাকেন এই কোর্সে বসে বসে আপনি হ্যারি পটার সিরিজের সিনেমা গুলি আবার বার বার করে দেখবেন তাহলে আপনাকে হতাশ হতে হবে । কারন বস সিনেমা আপনাকে অবশ্যই দেখাবে কিন্তু Frostburg Universityএই কোর্স্টির দিজাইন করেছেনFrostburg physics professor George Plitnik পুরোপুরি বিজ্ঞানের নিরিখে ।
অর্থাৎ হ্যারি পটার সিরিজের মাগল ও নয় উইজার্ড ও নয় এখানে সব কিছু হবে বিজ্ঞানের আলোকে । জে কে রাউলিং তার পটার সিরিজে যে সকল চরিত্র বা জীব বা যন্ত্র দেখিয়েছেন বাস্তবে তার অস্তিত্ব কতটুকু সেই সম্ভাবনা নিয়েই এই গবেষনা । একটা উদাহরন দিয়ে আলোচনা করা যেতে পারে - হ্যারিপটার সিরিজের Fluffy -সেই তিন মাথার কুকুরের কি বাসবে কোনো অস্তিত্ব থাকা সম্ভব ?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এর ব্যাখ্যা দিতে পারে । ক্রোমোজোমাল অ্যাবারেশন কি এই রকম বিচিত্র কোনো জীব সৃষ্টি করতে পারে ? অথবা অ্যান্টি গ্র্যাভিটি রিসার্চ কি হ্যারির উড়ন্ত ঝাঁটার কোনো ব্যাখ্যা দিতে পারে ?
না বস এত চলবে না যেটা ভেবেছিলাম তার থেকেও বেশ জটিল । কেমন জানি আঁতেল আঁতেল আলোচনা ।
আমাকে অন্য কোর্স দেখতে হবে ।
চতুর্থ কোর্স
Learning from YouTube:
এখন চারিদিকে চলছে ইউটিব সংষ্কৃতি । Media Studies এর অংশ হিসেবে Pitzer College in Claremont California তে চালু হয়েছে এই কোর্স । Alexandra Juhasz হলেন এর কোর্স ডিরেক্টর । এর মূল বিষয় using, learning from and analyzing YouTube।
ইউ টিবের বহূল ব্যবহার আমাদের সংষ্কৃতিতে কতখানি প্রভাব ফেলেছে । স্টুডেন্টস রা তাদের ক্লাস এর তৈরী বিভিন্ন প্রজেক্ট ক্লাস ইউটিউবে আপলোড করে ।
পঞ্চম কোর্স
Zombies in Popular Media:
যদি আপনি আমার মতই হরর বা ভূতের বা ভয়ানক ছবির ভক্ত হন তাহলে চলে আসুন দেখে নিই এই কোর্সের খুঁটি নাটি । University of Baltimore বা Columbia College এ চালু হয়েছে এই কোর্স । এখানে আপনাকে প্রতি দিনের ক্লাস শিডিউলে দেখাণ হোবে একাধিক ভূতের ছবি ।
ছাত্রদের তার উপর ভিত্তি করে অ্যানালিসিস করতে হবে । লিখতে হবে মৌলিক ভয়াবহ গল্পের প্লট ।
আঁকতে চবে পচা গলা বীভৎস ভঙ্কর সব মৃত মানুষের মুখ আর তার সঙ্গে ভয়াল সিচ্যুয়েশন তৈরী তো আছেই ।
ষষ্ঠ কোর্স
David Beckham :
ফুটবল খেলা আমরা কম বেশী প্রায় সকলেই ভালোবাসি , আর ডেভিড বেকখ্যাম হলে তো তার কথাই নেই । তার হাঁটা চলা তার কথাবলা সর্বোপোরি তার হেয়ার স্টাইল ............ অ্যান প্যারালাল ।
হ্যা এই সব কথা মাথাতে রেখেই ইউনিভার্সিটি চালু করেছে তাদের বি এ ইন স্পোর্টস এর অন্তর্গত ১২ সপ্তাহের মডিউলের একটি কোর্স । এখানে ইংল্যান্ড তথা ইউরোপের অন্যতম সেরা এক ফুটবল ব্যাক্তিত্ব এর জীবন কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই কোর্স । এখানে একদম ছোটবেলা থেকে বেকহ্যাম এর জীবনী , তার ফুটবলা খেলা , তার সেই ফ্রীকিক এর রহস্য , এমনকি তার সর্বাধিক জনপ্রিয় হেয়ার স্টাইল , তার প্রাক বিবাহ ও তার বৈবাহিক জীবনী নিয়ে হড়ে ঊহেছে এই কোর্স ।
এই কোর্স এর মূল উদ্দেশ্য হল একজন মানূষ ত্থা একজন খেলয়াড় তার সঙ্গ ক্ষিপ্ত এক জীবন দিয়ে কিভাবে শুধু ইংল্যান্ড নয় , সমগ্র ইউরোপ , আমেরিকা , এমনকি চীন , কোরিয়াতেও কিভাবে এত জনপ্রিয়তা পেতে পারেন । কি তার রহস্য ? সেট আউদঘাটন করাই মূল উদ্দেশ্য ।
কি এত গুলি কোর্সের কথা বললাম একটাও পছন্দ হলনা । তাহলে এবার বলে ফেলি সপ্তম তম অদ্ভূতূড়ে এই কোর্স এর কথা ।
সপ্তম কোর্স:
কি জলের তলায় ঝুড়ি বোনা । এটি চালু করেছেReed College of Portland এবং the University of California। এই কোর্স্ টি একটি পার্ট তাইম কোর্স ।
এখানে শিক্ষার্থীদের জলের চলায় ডুবে বেত দিয়ে বানাতে হবে সুন্দর সুন্দর বাস্কেট বা ঝুড়ি । না আপনার দুবুরীর কোনো লাইসেন্স থাকা বাধ্যতা মূলক নয় । এখানে আপনাকে আপনার সহনশীলতা ওতার পাশা পাশি সৃজণশীল দক্ষতার (হ্যান্ডিক্রাফটস তৈরীর ক্ষেত্রে ) পরিচয় সেখানো হয় ।
না ঊপরের কোর্স গুলি বর্ণণা করার উদ্দেশ্য কোর্স গুলির উপযোগীতা সমন্ধে কাউন্সেলিং করা নয় , বরং আমাদের প্রচলিত কোর্সগুলির বাইরেও কত আজব ধরনের অফ বিট কোর্স রয়েছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কয়েকটিকে আপনাদের সামনে উপস্থাপিত করা । নির্ভেজাল উদ্দেশ্য শুধুওই ফাণ ।
ফান ...। ফান ... । আর তার সাথে সাথে লার্ন ... লার্ন লার্ন উইথ ফান ... । খোদা হাফেজ । আজকের মত এটুকুই ...।
। ভালো থাকবেন । সকলকে ভালো রাখবেন । সময় পেলে ...... আবার দেখা হবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।