আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি মেয়েটি অদ্ভুত ভালোবাসায় আচ্ছন ছেলেটির প্রতি দিন যায় মাস যায় ছেলেটিকে বলা হয়না নাকি বলা যায় না ভালোবাসি ।সমাজ মেয়েটিকে শিখিয়ে দিয়েছে অথবা সেই সমাজ থেকে শিখেছে একটি মেয়েকে ভালোবাসতে হবে তার বয়সী অথবা তার চেয়ে বড় বয়সী পুরুষকে তার চেয়ে ছোট বয়সী কাউকে নয় কিন্তু মেয়েটির যে ওই তার বাড়ির সামনে দিয়ে প্রায়ই কি যেন ভাবতে ভাবতে চলে যাওয়া ছেলেটিকে ভালো লাগে মেয়েটি খোজ নিয়ে জেনেছে ছেলেটি এবার বিবিএ কমপ্লিট করেছে আর মেয়েটি নিজে মাস্টার্স পাশ করে চাকরি খুজছে আর ভবিষ্যত্ স্বপ্ন বুনছে ,যদিও তার স্বপ্নগুলো ধূসর । মেয়েটির তীব্র ভালোবাসা ছেলেটি জানতেও পারছে না ।এ এক অদ্ভুত ভালোবাসা ছেলেটিকে সে দেখছে ,অনুভব করছে ,ভালোবাসছে কিন্তু বলতে পারছে না ভালোবাসি আর আরেক দিকে ছেলেটির কল্পনায় হয়তো নেই কেউ তাকে প্রচন্ড ভালোবাসে ।মেয়েটি কি করবে ভাবছে ? মেয়েটি ভাবুক আমরা দৃশ্যপট পরিবর্তন করি এবং একটা প্রশ্নের বিকাশ ঘটাই ভালোবাসলে যাকে ভালোবাসি তাকে জানানোর দরকার কি আছে ? একই সাথে এই সমাধানে আসি ঘুমন্ত প্রেমের গল্প লিখতে শুরু করলেই হয় তা অদ্ভুত বিষয়বস্তু হয় না হয় গল্প সম্পূর্ন শেষ করতে পারে না ।একি ঘুমন্তর এই জীবনে প্রেম না করার ফল:-(
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।