আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ...... ঢাবি এলাকায় আমরা প্রায়ই আসি কিন্তু এখানকার মজাদার খাবার গুলির কথা আমরা অনেকেই জানি না। এই লেখায় ঢাবি'র কোথায় কোন মজার খাবার পাওয়া যায় তার হদিস দেওয়ার চেষ্টা করা হল।
চলুন তবে শুরু করা যাক...
কলাভবন সংলগ্ন এলাকা
১। চারুকলা ফ্রায়েড চিকেন।
২। জাতীয় জাদুঘরের সামনে আলম ভাইয়ের ঝালমুড়ি।
৩। মধুর ক্যান্টিনের ছানা।
৪।
ডাকসু ক্যাফেটেরিয়ার ১ টাকার চা, সকাল সকাল গরম গরম ২ টাকার চপ
৫। ডাকসু ক্যাফেটেরিয়ার বাম পাশে কবির মামার ভেলপুরি।
৬। ডাকসু ক্যাফেটেরিয়ার ডান পাশের ফুচকা।
৭।
ডাকসু ক্যাফেটেরিয়ার খিচুড়ি (বাইরের অনেক দোকানের চাইতে এর রান্না ভাল)
৮। সেন্ট্রাল লাইব্রেরির সামনের দোকানের ( ভাষা ইন্সটিটিউটের দেওয়ালের সাথে লাগানো দোকানটি নয় ) মাশরুম চপ, পাকোড়া।
৯। ক্যাম্পাস শ্যাডোর স্যান্ডউইচ, ডিম খিচুড়ি।
১০।
সূর্যসেন হলের পরোটা, ডিম, ভাজি।
১১। মুহসীন হলে ঢুকেই সোজা নাক বরাবর যে দোকানটা আছে সেটার নুডলস।
১২। IER ক্যানটিনের পরোটা।
১৩। IBA ক্যান্টিনের পরোটা, খিচুড়ি
১৪। হাকিম চত্বরের শেষ মাথার দোকানটার খিচুড়ি।
১৫। সেন্ট্রাল লাইব্রেরীর গেইটের পাশে (ভাষা ইন্সটিটিউটের গেটের পাশে) হাকিম চত্বরের দোকানের চিংড়ি চপ, সবজি পাকোড়া, সমুচা, চিকেন স্যুপ।
১৬। DUS এর লাচ্ছি।
১৭। TSC'র বাইরে শাহাবুদ্দীনের মালটোভা/ওভালটিন চা।
১৮।
TSC'র প্যাটিস, ১ টাকার চা ( চা ডাকসুর টা বেশি ভাল )।
১৯। জগন্নাথ হলের ডিম-বান।
কলাভবন সংলগ্ন এলাকার কোথায় কী খাবেন !
মেডিকেল- কার্জন হল সংলগ্ন এলাকা
১। INFS (পুষ্টি ইন্সটিটিউট) এর পিছনের ক্যান্টিনের পুরি; কেউ কেউ বললেন পরোটা-ভাজি।
২। মেডিকেলের সামনে নেসক্যাফে ক্যাফের চিংড়ি চপ, খিচুড়ি, সমুচা।
৩। অ্যানেক্সের বিপরীতে হরেক ভর্তা দিয়ে পিঠা।
৪।
জিমনেশিয়ামের সামনে ছোলা ভুনা।
৫। কার্জন হলের শেষ মাথায় বায়োকেমেস্ট্রি ডিপার্টমেন্টের পেছন দিকের টং এর আলু পুরি ।
৬। কার্জনের "সেলিম-মন্টু" -র চা
মেডিকেল- কার্জন হল সংলগ্ন এলাকার কোথায় কী খাবেন !
কৃতজ্ঞতাঃ লিস্ট তৈরিতে সাহায্যকারী বন্ধুদেরকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।