আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী আবুল হোসেনের হাসি যেন একফালি কাটা তরমুজ

I never knew how to worship until I knew how to love. মন্ত্রী আবুল হোসেন সাহেব এমপি হোস্টেলের সরকারি নাপিতের কাছে চুল কাটাতে গেছেন। নাপিত তাকে জিজ্ঞেস করলো, 'স্যার,পদ্মা সেতু নিয়ে কি হইল! আপনাকে সবাই দোষ দিতেছে। ' আবুল সাহেব রেগে বললেন, 'তুই ব্যাটা নাপিত! চুল কাটার সময় এতো কথা কিসের?' নাপিত জবাব দিল, 'সরি স্যার। আমি তো এমনিই জিগাইলাম। ' পরেরদিন সুরঞ্জিত সাহেব এসেছেন চুল কাটাতে।

নাপিত তাকে জিজ্ঞেস করলো, 'স্যার রেলে কেমন কেলেঙ্কারি হইয়া গেলো!' সুরঞ্জিত সাহেবও রেগে গেলেন। বললেন, 'এতো কিছু জানার কি দরকার তোর?' নাপিত বলল, 'সরি স্যার। এমনিই মুখ ফসকাইয়া বাইর হইয়া গেছে!' পরেরদিন ডিবি পুলিশ এসে নাপিতকে ধরে নিয়ে গেলো। তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো ডিবিঃ তুই কি বিরোধী দলের এজেন্ট? নাপিতঃ না স্যার। ডিবিঃ তুই কি ভারতের এজেন্ট? নাপিতঃ না স্যার।

ডিবিঃ পাকিস্তানের এজেন্ট? নাপিতঃ না স্যার। ডিবিঃ তাহলে তুই মন্ত্রী সাহেবদেরকে পদ্মা সেতুর দুর্নীতি, রেল কেলেঙ্কারি এসব নিয়ে কেন জিজ্ঞেস করেছিস? এক গাল হেসে বলল নাপিতঃ স্যার পদ্মা সেতুর দুর্নীতি রেল কেলেঙ্কারি এসব নিয়া কথা কইলে মন্ত্রী সাহেবগো চুল খাঁড়া হইয়া যায়। আমার চুল কাটতে সুবিধা হয় ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.