গালিবাজ ও ট্যাগবাজ মুক্ত সামু চাই
যতদিন ধরে রবে
পদ্মা মেঘ্না যমুনা বহমান
ততদিন ধরে রবে তোমার কৃর্তী
হে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজুবুর রহমান ।
বঙ্গবীর কাদের সিদ্দীকীকে আওয়ামিলীগ ও নাস্তিকরা বর্তমানে রাজাকার
বললেও আওয়ামিলীগ এর জন্মদাতা , মহান নেতা তাকে মহান মুক্তিযুদ্ধে অসামান্য কৃতিত্বের জন্য বঙ্গবীর উপাধী দিয়েছিলেন ।
আওয়ামিলীগ ও নাস্তিকদের মতে যারা আওয়ামিলীগ ও নাস্তিক নয় তারাই মূলত রাজাকার । যেমনঃ
১) বঙ্গবীর কাদের সিদ্দিকী
২) গোলাম মওলা রনি
৩) ডঃ ইউনুছ
৪) সি এন এন
৫)বি বি সি
৬) টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি ।
অনুষ্টিত হয়ে গেল মহান শোক দিবস ।
স্টিকিতে এখনো শোক দিবসের পোস্ট ঝুলছে ।
অতছ ভাগ্যের কি নির্মম পরিহাস এমন একজন আজ স্বাধীনতার পক্ষের দলের মন্ত্রী পরিষদে আছেন যার নাম হাসানুল হক ইনু । বর্তমান সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ।
এই সে ইনু যে বঙ্গবন্ধুর মৃত্যুতে ট্যাংকের উপর উটে উল্লাস করেছিল।
পাকিস্তানের সেনা ক্যাম্পে মূরগী সাপ্লাইয়ার মূরগী কবীরের কথায় আজকে বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নেন ।
এই সব ইনু , মূরগী কবিরকে মন্ত্রী পরিষদে রেখে শোক দিবস পালন করাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে ।
সরি টু সে ।
দেও এবার রাজাকার ছাগু কইয়া একখান ট্যাগ দেও ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।