আমাদের কথা খুঁজে নিন

   

নীলকণ্ঠ

(ইচ্ছে ছিল না..তবু ফিরতে হলো ধরায়। এখানে সাগর তীরে নুড়ি পাথর কেবা কুড়ায়!! সেই বন্ধুদের আহ্ববান; নীলকণ্ঠ করতে চায় অমৃত পান। হোক তবে সত্যের জয়গান। সত্যের পথে সহযাত্রী-মুক্তমন ৭৫, ইসময়, রশীদ জামিল, এইচ এম সিরাজ (প্রতীক্ষা), কালপুরুষ’’, নোমান সরকার, মোহাম্মদ এনামুল কবিরসহ অনেক বন্ধুকে উৎসর্গ। ) এবং এখনও কান্নার মহড়া চলছে।

নিরবে পাহাড় অতিক্রান্তের চেষ্টায়। উচ্চতায় আকাশ ছোঁয়নি হয়তো, তবে সমতল ভুমিতে অভিমান লুটোপুটি খায়। কষ্টগুলো ডানা ছাপটায়, নীল হতে হতে আরো নীল হয়ে যায় এবং হয়ে যায় নীলকণ্ঠ। কোন নির্বোধের নির্দয় আচরণ যেন দ্রোপদীর বস্ত্র হরণ অথবা সতীদাহ প্রথার নামে সহমরণ প্রক্রিয়ায় কাউকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হচ্ছে নির্লজ্জতায়.. টিপে ধরতে চায় প্রকৃত সত্যের উচ্চারিত কণ্ঠ। এখনও তাই বেদনার চাষাবাদ চলছে।

একজন বন্ধু যখন বললো এ পথ ঠিক না ভুল.. ভুল বুঝেই কণ্ঠ রোধ করলো নির্বোধ শূল; ছুটে এলো সহযোদ্ধাগণ, পরম মমতায় পরিচর্যা চলে নিরবে আঁতুর ঘরে প্রার্থনা চলে ধুঁপ-ধুনোয় শান্তির প্রত্যাশায়। অবশেষে নীলকণ্ঠের আবার পথ চলা তুমি বুঝলেও সে বোঝে না ছলা-কলা। ০৪.০৭.১২ রাত ১১:৫২মি. মামবি-প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.