স্বত্ত সংরক্ষিত
ঘরকুনো অন্ধকার গিলে খায় আলো'র জানালা,
আগুন পাখির ডানা গিয়েছে পুড়ে নিজেরি আগুনে;
যে আগুন নিভতে শেখেনি কখনো-
যে আগুনে জল পুড়ে ছাই হয়।
অশ্রুও অভিশাপ হয়?
যে অভিশাপ কালসাপ হতে জানে,
ছোবলায় অহর্নিশ;সে কালসাপও মরে যায় নিজেরই ছোবলে।
যে যক্ষ আগলে রাখে রূপোলী রোদ
তাকে আগলে রাখতে পারে কে?
অশ্রুও অভিশাপ দেয়।
যে আগুনে চোখ পুড়ে যায়,তার জন্ম
চোখেরই গভীরে। যে আগুনে মাটি পুড়ে যায়
সে আগুনের ফুলের শবযাত্রায় মাটিই বান্ধব,
মাটির অভিশাপ কেড়ে নেয় সব,কেড়ে নেয় শব।
আঁধারের শীতলতা নিভিয়ে দিয়েছে যে ক্রোধ
সেই ক্রোধ জন্মাবে আঁধারে আবার,জন্মান্তরে
ছিন্নমূল বোধ- ক্রোধের আড়ালে বোবা চোখ নেবেই আশ্রয়।
আতশী কাচের তলে কেন্দ্রীভূত যতোটা আগুন জমানো যায়
সবটুকু অভিশাপ,সবটুকু তুষের আগুন
সঞ্চিত আগুনে পুড়ে খাঁটি অভিশাপ হবে।
খাক হয়ে যাবে যদি লাশের বিষাদী ঘ্রাণ
অশ্রুর রক্তে সিনান তবে কল্পলোকের দৃশ্য নয়,
অতিবাস্তব। রাক্ষস-বিবাহ তাই মাটি আর আকাশের
বিনিদ্র নীল রঙ্গে।
লাশগুলো অভিশাপ দেয়।
ছায়া খোঁজে আগুনে-পাখির ডানা দ্বি-প্রহরের অগ্নিগোলকে,
ক্লান্তি'র অভিশাপ বিরামে আহ্লাদে নাচে বক্ষপাঁজরে,
ক্ষমাহীন অভিশাপ হাসির ফোয়ারা গড়ে,
কান্নায় ভেসে যায় নরকের স্রোত। অভিশাপে বিষণ্ণ
অভিলাষা দেহ জ্বলে দেহেরই আগুনে;দরোজাটা ক্যাঁচক্যাঁচে
বিরামহীন শাপ-শাপান্ত করে ভিতরবাড়িকে।
দেহই দেহকে তাই অভিশাপ দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।