নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে পৃথিবীর মর্মমূলে কত ভাগ স্থল আর কত ভাগ জল এইখানে না এলে জানা হতো না মাতৃ জঠরের শীতল জলের স্রোতে ভেসে ভেসে এইখানে না এলে কোনদিন জানতে না গলিত লাভার অন্ধকার গ্রহের অমৃত সরোবরে জমা আছে কতটা প্রেম আর কতটা হলাহল! সমতার স্বপ্ন নিয়ে ভাগ্যিস এসেছিলে। বিষটুকু নিয়ে যেই প্রেমটুকু দিলে পলকে বিষ হলো একভাগ প্রেম হলো তিন আজ নীলকণ্ঠ পাখিটার শুভ জন্মদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।