আমাদের কথা খুঁজে নিন

   

আহা !! এই আমাদের নগরী. নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই !!

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে কি সুন্দর আমাদের প্রিয় ঢাকা নগরী, যার যেমন মন চাচ্ছে তেমন ভাবেই চলছে আমরা ও যেন অভোস্থ হয়ে গেছি ব্যাপার গুলোতে, একটা ব্যাপার চোখে পরলো আজ আমার অফিসের পাশে দেখছি আর ভাবছি, নামি হোক আর বে-নামি হোক একটি ডেভোলপার প্রতিষ্ঠান ভবন নির্মাণ করছে তাও আবার একটি ব্যা স্ত ত ম সড়কের পাশে কিন্তু জনগণের কোন প্রকার নিরাপত্তার কথা প্রতিষ্ঠান টি ভেবেছে বলে আমার মনে হয় না। উত্তরার এই রাস্তা টির মাত্র ৫০ গজ দূরে একটি প্রাইভেট বিশ্ব বিদ্যালয় অবস্থিত যাতে প্রচুর ছাত্র-ছাত্রী লেখাপড়া করে, সকাল হলেই চলে ছোট ছোট শিশুদের স্কুলে যাবার বেস্ততা, মানুষের জগিং, আশে পাশের ভবনে রয়েছে অনেক অফিস, সুতরাং রাস্তার নিচ থেকে ভবনের উপর তলাতে দড়ি দিয়ে অনেক মালামাল ওঠা নামা করানো হয় যা ওই রাস্তায় চলাচল কৃত পথিকের যে কোন মুহূর্তে যে কোন প্রকার দুর্ঘটনা ঘটতে পারে । তাই আমি ছোট মুখে অনেক বড় কথা বলতে চাচ্ছি, প্লিজ হাউজিং নির্মাণকারি প্রতিষ্ঠানের মালিক দের প্রতি অনুরোধ প্লিজ আপনারা রাস্তার পাশে ভবন নির্মাণের ক্ষেত্রে জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে , ভবনের চারপাশে নেট, অথবা চট ব্যাবহার করুন । আসলে এই সমস্ত আইন কানুন আমাদের নথি পত্রে আছে কিন্তু বাস্তবে তা প্রয়োগ নেই ঃ আসেন নিচের লিঙ্কে ক্লিক করে দেখি রাজউক কি বলে - Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।