আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষন আগে ঘটে যাওয়া ট্রাফিক পুলিশের ভুক্ষা কুকুরের মতো তান্ডবের প্রতিক্রিয়া।

এবার না হয় আলসেমো করে কনো লিখা দিলাম না, তবে সব সেরে আবার আসবো লিখতে। আমরা জানি এটা কোন নতুন বিষয় না। তবু শেয়ার করলাম, প্রতিদিন শয্য করি। আজকে শেয়ার না করে পারলাম না। (যাদের অন্য ব্লগে একাউন্ট আছে, যদি মনে করেন শেয়ার করা দরকার প্লিজ শেয়ার করে দিবেন।

আপনার না হউক অন্যের উপকারের জন্যে হলেও শেয়ার করবেন। ) আমরা সারা যা খাই, ভাত, মাছ অথবা পোলাও। আমাদের তা চাষ করতে হয় না। সারাদিন ব্যস্ততার পর আমরা ঘুমিয়ে পরি। তাহলে এগুলোর যোগান কারা দেয়? হ্যা, সারা রাত জেগে থেকে, যারা নিজেদের শ্রম এবং রাতের ঘুম আরাম কে জলাঞ্জলি দিয়ে আমাদের জন্য প্রতিদিন, খাদ্য দ্রব্যের যোগান দেয়।

আমাদের আশির্বাদ ট্রাফিক পুলিশের চলে রাতভর হায়ানার মত চাঁদাবাজি। এরা ক্ষান্তহয় না টারগেটেট অর্থ আদায় হলেও। এমনি একটি ঘটনা, আজকে আমার সাথে ঘটলো। আমাদের গাজিপুর এ পল্ট্রি ফার্ম থেকে ঢাকায় প্রতিদিন ফার্মের মুরগি আশে, ঢাকার বিভিন্ন প্রান্তে। তবে, আজ ছিল মোহাম্মদপুরে।

সেখানে সব কাজ সেরে আমার গাড়ির ড্রাইভার যখনি গারি নিয়ে বের হলো, আগে থেকে ছিনতাই কারির মতো ওত পেতে থাকা ট্রাফিক/সাজের্ন্ট (লিয়াকত) গাড়ির গতি রোধ করে চাবি নিয়ে জায়। বলা বাহুল্য ড্রাইভার দেরকে বলা থাকে, যত বিপদি হউক গাড়ির চাবি যেনো জানাওয়াররা না পায়। প্রতিদিন ২০০-৩০০ হলেই বিভিন্ন স্পটে ওরা দেয়। এদের জন্যে পথ খরচ আমরা ১০০০ টাকা রেখে দেই। কিন্তু সে, ২০০ না ৫০০ না, এমনকি হাজার টাকাও মানছে না।

কারন সেজে আজ শোনার হরিণ, গাড়ির চাবি পেয়ে গিয়েছে। আমি শেষমেশ রেগে মেগে ড্রাইভার কে বলে দিয়েছি গাড়ি ফেলে চলে যেতে। আমার রাগের গতি সংবরন করতে পারি নাই। আর সহ্য করতে না পেরে, এখানে পোস্ট করলাম। কারর কি জানা আছে, প্রতিদিন কারওয়ান বাজারে কত কোটি তাকার সব্জি থেকে সুরু করে খাবার দ্রব্য আশে? এর মধ্যে সার্জেন্টের কত টাকার ভ্যাট থাকে? যাই হউক, হারাম খেয়ে খেয়ে হারামি এখন জানওয়ারে পরিনত হয়েছে।

আমার প্রতি গাড়িতে ১০০০/- করে তিন গাড়িতে ৩০০০/- টাকা গচ্ছা যায় প্রতিরাতে। জানি, উপযুক্ত মহলের টনক নরবে না। তবু, নামের আগে যাদের মাননীয় লাগাতে হয়। তারও আগে কলঙ্কিত লাগিয়ে দিলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।