বৈচি আর ভাটফুলের ঘ্রাণে এক শৈশব আনন্দ
ভাঙ্গা পুতুলের সীমানা কখন যে আপনমনে ডুব দেয় সোঁদাঘ্রাণ বাক্সের গভীরে।
বিবর্ন সবুজ বিলীন, বর্ণময় রঙ্গিন বুদ্বুদ উজ্জ্বলতায় যৌবনের হাতছানীতে।
আকাশ সে তো একই থাকে অঝর বৃষ্টিধারায় ফোটে কদম।
অভিমান, আবেগ জড়িয়ে ভালোবাসার খোলা জানালায় যমুনা,
সুরমার জল মোহনায় মিলে সাগরের জলে।
বজ্র বিদ্যুৎ চমকময় জীবন গড়িয়ে যায় আপন চকমকি পাথর ঠুকে ঠুকে
জ্বালিয়ে আলোর সম্ভার পথে পথে।
অচেনা আপন চিন্তার গভীরে মেলে দেয় প্রজাপতির পাখা বর্ণময় সুগন্ধযুক্ত।
উড়ে যায় মুক্ত আকাশের সীমানায় তবু কখনও ফিরে যায়
শৈশব কাদামাখা পথে, খুঁজে ভাঙ্গা পুতুল রঙিÍন আঁচল।
পানা ভর্তি পুকুরে রূপালি মাছের ঝিলিক পিছলে উঠে মশৃণ মারবেল মেঝেতে।
বিমোহিত রহস্য ভরা পথচলার অর্জন, বিশাল এক ভূজপত্রে লিখিত ইতিহাস।
জড়িয়ে যায় শূন্যপাতার খাতায় গড়িয়ে যেতে যেতে।
মূহুর্ত পলের বিবর্তণ বিশাল অর্ঘ অঞ্জলীভরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।