মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। যদি মেয়েদের জিন্স, শার্ট, গেঞ্জি ইত্যাদি অশ্লীল পোশাক পরা গনতান্ত্রিক অধিকার হয়ে থাকে তবে, বোরখা ও হিজাব পরা ও মেয়েদের গনতান্ত্রিক অধীকার। কোথায় মানবতাবাদীরা??? যারা পাকিস্তানের মেয়ের পক্ষে ভালবাসা দেখায়?
বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার খবরে প্রকাশ চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব নিষিদ্ধ হয়েছে এবং হিজাব পরিহিতা ছাত্রীদের কলেজ থেকে বের করে দেবার হুমকি দেয়া হয়েছে। এমনকি তারা যেখানে নামাজ পড়তো সে জায়গাও কেড়ে নেবার কথা বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ বলে নয়, বর্তমান সরকারের ঘোষিত একটি সেকুলার দেশ হিসেবে কলেজের মেয়েরা অবশ্যই হিজাব পরিধান করার অধিকার রাখে। কারন স্বয়ং প্রধানমন্ত্রীই বিভিন্ন সময়ে বলেছেন, ধর্ম যার যার দেশ সবার।
সুতারাং কাউকে হিজাব পড়ানোর ক্ষেত্রে যদি প্রেশার ক্রিয়েট করার রাইট কারো না থাকে তবে হিজাব খোলানোর ক্ষেত্রেও কারো কোন ধরণের রাইট থাকার অবকাশ নেই বলে আমরা মনে করি। ঠুনকো ড্রেসকোর্ডের অজুহাতে কলেজ প্রশাসন এই হটকারী সিন্ধান্ত থেকে সরে আসবে বলে আমরা বিশ্বাস করি।
"যেখানে ইহুদী খৃষ্টানরা ইসলামের ছায়া তলে এসে হিজাব পরতে শুরু করছে শত বাধা সত্বেও।
সেখানে আমাদের দেশ ৯০% মুসলমান হওয়া সত্বেও কিছু পশু এই ধরনের কাজ করছে (এদের পশু বললেও পশুদের অপমান করা হবে)"
লিংকঃ বুমেরাং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।