সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।
আস্সালামুআলাইকুম,
চট্টগ্রামে আজকের দিনটা অন্যরকম।
সকালে ঘুম থেকে উঠে দেখি রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। সকালে মসজিদে যেতে পারি নাই। কিছুন পর বৃষ্টি থেমে গেল।
মনে করলাম আজও গতকালের মতো সারাদিন আর বৃষ্টি হবে না।
দুপুরের আগে বাজারে গেলাম। সেখানে দেখি খুব রোদ। রোদে গা পোরে পোরে অবস্থা। কিছুন পর মেঘের গর্জণ শুরু হলো।
মনে করলাম এইতো একটু পর আবার ঠিক হয়ে যাবে। দেখি, না_ বৃষ্টি আসলো, বেশ কিচুন চললো। আবার থামলো। কি এক আজব খেলা। বাসায় ফিরে এলাম।
কিচুন চর আপু আর দুলাভাই বাসায় আসলো। যোহরের নামাজের সময় হতে আর 10 মিনিট বাকি... এমন সময় অঝরে বৃষ্টি শুরু হলো। আমি মসজিদে যাওয়ার জন্য বসে আছি। দেখি বৃষ্টি তো থামেইনা তার উপর শুরু হলো শীলাবৃষ্টি। গেট থেকে হাত বের কওে বরফ কুড়াতে লাগলাম।
দু'একটা মুখে দিয়ে ফেল্লাম। আহ কি মজা!!
আরে আরে .. আমার নামাজের সময় হয়ে গেল... তাড়াতাড়ি রেইনকোটটা গায়ে দিয়ে দিলাম আর সঙ্গে ক্যামেরাটা নিয়ে নিলাম। সাইকেল-এ বসে মসজিদে পৌছলাম। নামাজ তখনও শুরু হয়নি। যাক বেচে গেলাম।
মসজিদে সাধারনত 3/4 কাতার হয়, কিন্ত আজকে কাতার ছিল মাত্র একটা। নামাজ পড়া শেষে দেখি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। চলে গেলাম মসজিদের উপর তলায়। দেখি দু'একটা ভালো ছবি নেওয়া যায় নাকি..
তৃতীয় তলা থেকে কয়েকটা ছবি নিলাম। তারপর চলে গেলাম মসজিদের ছাদে।
বাহ কি সুন্দর! চট্টগ্রামকে আরও সুন্দর লাগছে। কয়েকটা ছবি নিয়ে নেমে আসলাম। বাজার থেকে আসার পর থেকেই কারেন্ট নাই। তখনও কারেন্ট আসেনি। ধুত্তুরি কম্পিউটারে বসতে পারতেছিনা।
ছবিগুলো দেখতে পারতেছি না। কি বিরক্ত লাগছে!!! ওফ! যাই একটা ঘুম দিই।
বিকালে ঘুম থেকে েউঠে দেখি কারেন্ট আসল। কিন্তু যে লাউ সে কদু। কম্পিউটারে নেট নাই।
ছবিগুলো কম্পিউটারে নিলাম। কারেন্ট আবার গেল। ধ্যাৎ!!! ততনে আছরের নামাজের সময় হয়ে গেছে। চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে বাসায় আসলাম।
কারেন্ট আর আসে না। সন্ধ্যা হলো। কারেন্ট আসলো। কিন্তু নেট নাই। মেইল চেক করতে পারছি না।
বিরক্ত লাগছে। এদিকে বাংলাদেশের খেলা শুরু হচ্ছে। এখানে লিখতে বসে গেলাম। যাক লিখতে লিখতে নেটও আসলো।
বাইরে বৃষ্টি থেমে গেছে।
তবে একটা বিচিত্র দিন কাটলো।
দুঃখের বিষয়: এটা লিখতে লিখতে বাংলাদেশের তিন উইকেট চলে গেল।
কয়েকটা ছবি এখানে পোষ্ট করে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।