পাপুয়া নিউগিনির পুরুষরা লজ্জ্বা ঢাকার জন্য লিঙ্গে এক ধরণের খাপ ব্যবহার করে থাকে। সারা গা'য়ে কাপড় নাই, লিঙ্গে পরেছে ক্যাপ!! মহিলারা খড় কুটো দিয়ে বানানো কিছু একটা পরে, বক্ষ খোলা। নিচে কিছু ছবি এবং আর্টিক্যাল দিলাম, জানার আছে অনেক কিছু।
এটাকে "কোটেকা" বলে। পাপুয়া নিউগিনির পুরুষরা এই গুলো পরিধান করে লজ্জ্বা নিবারণের জন্য।
তারা মূলতঃ আদিবাসী। ছোট কোটেকা পরা হয় প্রতিদিনের কাজকর্মের জন্য, আর বড় কোটেকা পরা হয় বিভিন্ন অকেশনে ।
তাদের সম্পর্কে জানার জন্য উইকিপেডিয়া 'তে চোখ বুলিয়ে অনেক কিছু জানা গেল। মানুষের কত যে ধর্ম আর কালচার আছে দুনিয়াতে, সব কি আর জানা সম্ভব!!!
এখানে আরও ছবি দিলাম
দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।