আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারঃ লিঙ্গ সমস্যা

সুন্দর স্বপ্ন ।

অনেকেই ব্লগারদের লিঙ্গ (জেন্ডার) নিয়ে নানা প্রকার মন্তব্য করছে ইদানিং । অনেকেই নাকি লিঙ্গ পরিবর্তন (আসল লিঙ্গ নয়)করে ব্লগে ঘাপটি মেরে আছেন । ব্যাপারটা বির্তকিত হয়তোবা । তবুও কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি ।

সম্নানিত ব্লগারগণ পুং/ স্ত্রী/ উভ কিংবা ক্লৃবলিঙ্গ যাই হোক না কেন, আমার তেমন কোন আপত্তি নেই যদি তারা সত্যিকারেই লিঙ্গ পরিবর্তন করে থাকেন । কারণ ইউরোপ-আমেরিকাতে অনেকেই তাদের ইচ্ছে মত লিঙ্গ পরিবর্তন করছে । এবং তা করছে শল্যচিকিৎসা কিংবা হরমোন থেরাপির মাধ্যমে । পরবর্তীতে তাদের বয়সকালে নানা প্রকার যন্ত্রনাদায়ক পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয় । আর আমাদের ব্লগাররা এজন্য নাকি শুধু নাম, কেউ কেউ কাম (কাজ) কিংবা ছবি পরিবর্তন করেছেন ।

এতে দোষের তেমন কিছু নেই এমনটা অনেকেই মনে করেন । কিন্তু আদপেই কি দোষের কিছু নেই ? আমারতো মনে হয় আছে । কারণ অনেক পুরুষ ব্লগার মহিলাদের নাম এমনকি ছবি "আইডি" হিসেবে ব্যবহার করে অযাচিত ফাঁয়দা হাসিল করছে । প্রতারিত কিংবা প্রভাবিত করছে নানা উপায়ে অন্যদের। লিঙ্গ সুবিধা কাজে লাগিয়ে অনেক মহিলা ব্লগার তাদের নিম্নমানের পোস্ট দিয়েও বাহবা নিচ্ছে (সবাই না, অনেক মহিলা ব্লগারই সত্যি মানসম্নত সুন্দর লেখা লেখেন)।

এতে তাদের যতনা দোষ, তার চেয়ে বেশী দোষ অবশ্য ঐসব ভ্যাবলা মার্কা পুরুষদের, যারা মহিলা "আইডি" দেখলেই নেঁড়ি কুকুরের মত হুমড়ি খেয়ে পড়ে । এ ধরণের সস্থা বাহবা পাবার লোভে অনেকেই তাই মহিলা "আইডি" নিচ্ছে । এ সব মুখোশধারী মহিলা ব্লগারা মাঝে তাদের আচরণ (লেখা) কিংবা খিস্তিখেঁউর করার মাধ্যমে তাদের আসল রূপে প্রকাশিত হয় । আবার অনেকেই মহিলা হয়ে পুরুষ সাজে । দুধের সাধ ঘোলে মিটায়, প্রকাশ ঘটায় বিকৃ্ত রুচির ।

অন্য আরও একপ্রকার আছে । এরা হচ্ছে কৃবলিঙ্গ । এরা নিরীহ । কোনদিকে গেলে সুবিধা হবে,এখনো বুঝে উঠতে পারেনি । যাহোক, আমার অনুরোধ--''হে লিঙ্গান্তরিত ব্লগারগণ, আপনারা একটু সাহসী হোন ।

শল্যচিকিৎসা কিংবা হরমোন থেরাপির মাধ্যমে সত্যিকারের লিঙ্গ পরিবর্তন করুন সাহস থাকলে, নচেৎ আপনার আসল লিঙ্গ নিয়েই প্রকাশিত হোন--সুখে থাকুন । "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।