আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক নিয়ে মেয়েদের কিছু বিভ্রান্তি

জন্মই আমার আজন্ম পাপ আজকাল কোন মেয়েকে ফেসবুক এ নক করাই যায় নাহ ... বিশাল প্রশ্নের সম্মুখীন হতে হয় । প্রথম প্রশ্ন ( আপনি কি আমাকে চিনেন ?? আরে ম্যাডাম আমি চিনলে তো আপনিও আমাকে চিনতেন তাই নাহ, এক হাতে যেমন তালি বাজে নাহ, তেমনি এক পক্ষ চিনব আর এক পক্ষ চিনব না তা কি করে হয় ।) দ্বিতীয় প্রশ্ন ( আমি অচেনা কার সাথে কিন্তু কথা বলি না ...... ম্যাডাম কথা যদি অচেনা কারো সাথে নাই বলেন তবে ফ্রেন্ড বানাইলেন কেন ? ফেসবুকে সব মানুষ আপনার পরিচিত থাকব এমন কথা কোথায় লেখা আছে ? ) তৃতীয় প্রশ্ন ( আপনি / তুমি নিয়ে বিশাল গণ্ডগোল ...... আমি যদি “আপনি” কই ম্যাডাম বলবে আমাকে তুমি করে বলবেন, আর যদি “তুমি” কই , আপনাকে তো আমি তুমি বলার পারমিশন দেই নাই ... লাও ঠ্যালা ) এইবার আসি কমন প্রশ্নে ( আপনি আমাকে ফেসবুকে পাইলেন কিভাবে ??? ...... ম্যাডাম ... ফেসবুক তো সাজেশন নামক একটা বস্তু আছে নাকি ? আর এইটা ছাড়া পোলাগো মাথায় কি টেকনিকের কম আছে, কত জায়গা থেকে যে আপনাকে খুজে বের করে ফেলব তা তো কল্পনায় আপনি খুজে পাবেন নাহ ) পরিশেষে এতটুকুই বলতে বাধ্য হচ্ছি , ফেসবুক একটা সোশ্যাল সাইট, বন্ধু বানান, একজন আরএকজন কে জানুন,বুজুন, এতকিছু না করতে মন চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট কইরেন নাহ , আর এটাও করতে মন না চাইলে ফেসবুক বাদ দিয়া হাই-ফাইভ (HI 5) চালান। আর নয় তো ফেসবুক কভার ছবিতে লাগাইয়া দিবেন “ অপরিচিত মানুষজন আমাকে রিকোয়েস্ট পাডানো থেইক্কা বিরত থাকো “  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.