মহাজোট সরকার ১.২৫ কোটি টাকা খরচ করে লন্ডন ভিত্তিক 'দ্য টাইমস' পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যেটুকু ভাবমূর্তি কামাইছে তার চেয়ে হাজার গুন খোয়াইসে শুধুমাত্র দুইটা কারনে; তা হল কোন মহৎ উদ্দেশ্য ছাড়াই গ্রামীন ব্যাংক এর প্রতিষ্ঠাতাকে পদ থেকে অপসারণ ও চাপার জোরে পদ্দাসেতু দুর্নীতি ইস্যুতে যোগাযোগ মন্ত্রনালয়কে ধোয়া তুলসীপাতা বানানো ! দুটাই সরকারের গোঁয়ার্তুমি ছাড়া আর কিছু নয়, এতে দেশের জন্য মঙ্গলজনক কোন লং টার্ম ভিসন নাই ! অথচ কোন টাকা খরচ না করেই দুইটারেই বিজ্ঞ সমাধান করা যেত ! একজন ইউনুস গ্রামীন ব্যাংকের এম ডি থাকলে বা একজন মন্ত্রীর পদত্যাগে/ বরখাস্থে দেশের কোন ক্ষতি হত না, তার উল্টোটাতেই এখন দেশের ক্ষতি হচ্ছে ! আন্তর্জাতিক মিডিয়াতে অনেকদিন ধরে বাংলাদেশ এর নাম আসত মূলত বন্যা বা কোন প্রাকৃতিক দুর্যোগ, বা পরিবহন দুর্ঘটনা ইস্যুতে, এই সরকারের আমলে যোগ হইসে গ্রামীন বাংক ও পদ্মাসেতু দুর্নীতি; এগুলোর কোনটাই পজিটিভ ভাবমূর্তি না ! যদিও সরকার চাপার জোরে বলবে দেশের ভাবমূর্তি আগের থকে ভাল হয়ছে, আমার মতে দেশের ভাবমূর্তি এখন আরো পড়তির দিকে ! সরকারের কাছে দেশের ভাবমূর্তির চেয়ে দলীয় ভাবমূর্তি বড় তাই পদ্দা সেতুতে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকলেও দলীয় মন্ত্রীকে পদত্যাগ করতে বলে নাই ! কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার না পারছে দেশের ভাবমূর্তি ঠিক রাখতে না পারছে দলের .........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।