আমাদের কথা খুঁজে নিন

   

দেশের ভাবমূর্তি

মহাজোট সরকার ১.২৫ কোটি টাকা খরচ করে লন্ডন ভিত্তিক 'দ্য টাইমস' পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যেটুকু ভাবমূর্তি কামাইছে তার চেয়ে হাজার গুন খোয়াইসে শুধুমাত্র দুইটা কারনে; তা হল কোন মহৎ উদ্দেশ্য ছাড়াই গ্রামীন ব্যাংক এর প্রতিষ্ঠাতাকে পদ থেকে অপসারণ ও চাপার জোরে পদ্দাসেতু দুর্নীতি ইস্যুতে যোগাযোগ মন্ত্রনালয়কে ধোয়া তুলসীপাতা বানানো ! দুটাই সরকারের গোঁয়ার্তুমি ছাড়া আর কিছু নয়, এতে দেশের জন্য মঙ্গলজনক কোন লং টার্ম ভিসন নাই ! অথচ কোন টাকা খরচ না করেই দুইটারেই বিজ্ঞ সমাধান করা যেত ! একজন ইউনুস গ্রামীন ব্যাংকের এম ডি থাকলে বা একজন মন্ত্রীর পদত্যাগে/ বরখাস্থে দেশের কোন ক্ষতি হত না, তার উল্টোটাতেই এখন দেশের ক্ষতি হচ্ছে ! আন্তর্জাতিক মিডিয়াতে অনেকদিন ধরে বাংলাদেশ এর নাম আসত মূলত বন্যা বা কোন প্রাকৃতিক দুর্যোগ, বা পরিবহন দুর্ঘটনা ইস্যুতে, এই সরকারের আমলে যোগ হইসে গ্রামীন বাংক ও পদ্মাসেতু দুর্নীতি; এগুলোর কোনটাই পজিটিভ ভাবমূর্তি না ! যদিও সরকার চাপার জোরে বলবে দেশের ভাবমূর্তি আগের থকে ভাল হয়ছে, আমার মতে দেশের ভাবমূর্তি এখন আরো পড়তির দিকে ! সরকারের কাছে দেশের ভাবমূর্তির চেয়ে দলীয় ভাবমূর্তি বড় তাই পদ্দা সেতুতে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকলেও দলীয় মন্ত্রীকে পদত্যাগ করতে বলে নাই ! কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার না পারছে দেশের ভাবমূর্তি ঠিক রাখতে না পারছে দলের .........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.