আমাদের কথা খুঁজে নিন

   

হাসানুল হক ইনুর অন্তসার শূণ্য তর্জন-গর্জন

পত্রিকায় প্রকাশিত খবরে আমাদের রাজনীতিবীদ হাসানুল হক ইনুর তর্জন-গর্জন আমরা গত কয়েক দিন হলোই লক্ষ্য করছি। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, যুদ্ধ অপরাধীদের ত্যাগ করুন, না হলে নিজেই রাজনীতি থেকে মাইনাস হয়ে যান। আবার গত শুক্রবার তিনি জাসদের বিভাগীয় সম্মেলনে বলেছেন, খালেদাকে রাজনীতি থেকে মাইনাস করে ছাড়বো। বাঃ কি তামশা! হাসানুল হক ইনু আমাদের গ্রামের কিনুদের মত কথা বলছেন। তিনি নিজের অবস্থান ভূলে গেছেন? তিনি কি জানেন, খালেদার জিয়ার জনপ্রিয়তা কোথায় আর তার নিজের জনপ্রিয়তা কোথায়।

শুধুমাত্র চাঁপাবাজি করেই সব করা যায়। ক্যামেরার সামনে বড় বড় বাতেলা ছাড়লেই সব কিছু করা যায়না ইনু সাহেব। আমরাও চাই এদেশের মাটিতে যুদ্ধ অপারাধীদের বিচার হোক। কিন্তু তা নিয়ে রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য উঠে পড়ে লাগবেন আপনার তা আমরা সাধারণ মানুষ মেনে নেব না। খালেদা জিয়াকে ১০টি আসনে প্রার্থী করা হলেও তিনি সব গুলোতেই নির্বাচিত হবেন।

কিন্তু আপনি কি অন্য দলের ঘাড়ে সাওয়ার হওয়া ছাড়া নিজের ইমেজে আপনার এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন? এবার বলুন আপনারা তো সমাজতান্ত্রিক দল। কিন্তু এই সমাজতান্ত্রিক বুলিগুলি ইদানিং আপনার মুখে খুব একটা শোনা যাচ্ছে না কেন? নাকি আওয়ামীলীগের সাথে থেকে গণতান্ত্রিক হয়ে গেলেন? আপনি সমাজতান্ত্রিক থাকুন আর গণতান্ত্রিক হোন আপনাকে দেশের মানুষের আস্থাভাজন হতে হবে আগে। আর তা ভূলে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে গেলে আপনাকে ভেসে যেতে হবে খড়কুটোর মত। আমরা চাই দেশের সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। নেতারা আলতু-ফালতু কথা বলা থেকে বিরত খাকুক।

মৌলবাদী, সাম্প্রদায়ীক শন্তি নিপাত যাক, যুদ্ধাপরাধীরা শান্তিপাক। কিন্তু ইনুদের কিনুদের মত কথা বলা বন্ধ হওয়াও দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.