আমাদের কথা খুঁজে নিন

   

চয়নিকা - বাংলা লোকসংগীত সঙ্কলন

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । । চয়নিকা - বাংলা লোকসংগীত সঙ্কলন সূচি ১। আমার হাড় কালা করলাম রে – আব্বাসউদ্দিন আহমেদ ২। ফান্দে পড়িয়া বগা কান্দে রে – আব্বাসউদ্দিন আহমেদ ৩।

ও আমার দরদী – নির্মলেন্দু চৌধুরী ৪। আমায় ভাসাইলি রে – মানবেন্দ্র মুখোপাধ্যায় ৫। চল তুসু খেলতে যাব – নীলিমা বন্দ্যোপাধ্যায় ৬। সোহাগ চাঁদ বদনি ধ্বনি - নির্মলেন্দু চৌধুরী ৭। গুরু তোমার চরন পাব - মানবেন্দ্র মুখোপাধ্যায় ৮।

কেন আইলাম – প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা সেন ৯। প্রেম জানে না রসিক কালা - নির্মলেন্দু চৌধুরী ১০। দেহতরীর গোমান কইরো না – মুস্তাফা জামান আব্বাসি ১১। দেহতরী ছাইরা দিলাম গো – সুবোধ রায় ১২। বহুদিনের পীরিত রে বন্ধু - মুস্তাফা জামান আব্বাসি ১৩।

আমার মনোদুঃখে পরান না বাঁচে – অরুন্ধতী হোম চৌধুরী ১৪। আমার ঘরের চাবি – প্রহ্লাদ ব্রহ্মচারী ১৫। হরি দিন তো গেলো সন্ধ্যা হোল – আরতি মুখোপাধ্যায় ১৬। নিরিখ বান্ধ রে দুই নয়ানে – বিষ্ণুপদ দাস ১৭। ও তুফান তুফান রে কহিও গিয়া - অরুন্ধতী হোম চৌধুরী ১৮।

প্রেম কর রাই মানুষ বুঝে গো – গীতা চৌধুরী ১৯। ছেলে ঘুম যায় রে – আর্য্য চৌধুরী ২০। দশ ব্যাটার বাপ হারাধনের হাল - আর্য্য চৌধুরী ২১। দিনের শোভা সুরজ রে – নায়েব আলী (টেপু) ২২। এলো রে চৈতনের গাড়ী – পূর্ণ দাস বাউল ২৩।

আরে ও ওরে রিকশাওয়ালা – দময়ন্তী বর্মণ ২৪। বলি আমি কত ভালবাসি - দময়ন্তী বর্মণ ২৫। সুজন মাঝি রে – রুনা লায়লা ২৬। ও আমার দয়াল রে – গোষ্ঠগোপাল দাস ২৭। আরে কথায় বলে - বিষ্ণুপদ দাস ২৮।

ভোলা বেশ ভালো তো মজা – মঞ্জু দাস ২৯। মানুষ হইয়া জন্ম নিলাম - পূর্ণ দাস বাউল ৩০। আমি কি হেরিলাম জলের ঘাটে – অনুপ ঘোষাল ৩১। চিকন গোয়ালিনী রসের বিনোদিনী – অনুপ ঘোষাল ৩২। দোকান খোল দেখি, পসরা সাজাও দেখি – অনুপ ঘোষাল ৩৩।

রইল রে তোর সাধের দোকানদারি - বিষ্ণুপদ দাস ৩৪। আমার ঘরকে ভাদু এলেন – মানসী পাল ৩৫। কপাল ফিরাইতে যাব – অংশুমান রায় ৩৬। নতুন ঘরে যাব – উৎপলেন্দু চৌধুরী ৩৭। বৈরাগী মন দেখনা চেয়ে - বিষ্ণুপদ দাস ৩৮।

এফার গনে বাইয়া মোরা - বিষ্ণুপদ দাস ৩৯। উঠো উঠো গৌরচাঁদ – অমর পাল ৪০। চাইর চিজে পিঞ্জিরা বানাই - উৎপলেন্দু চৌধুরী ৪১। আমার বাড়ির কাছে আরশি নগর – কনা ভদ্র ৪২। আমি কোথায় পাব তারে – দিনেন্দ্র চৌধুরী ৪৩।

চলরে ভাদু চল – স্বপ্না চক্রবর্তী ৪৪। হরদমে গুরুজির নাম লইও – কনা ভদ্র ৪৫। হরিনাম দিয়ে জগত মাতালে – অমর পাল ৪৬। ও মন আশার মায়ায় - দিনেন্দ্র চৌধুরী ৪৭। তুসুর মাগো – শুভেন্দু মাইতি ৪৮।

বুকে আমার গাঁইতি চালাই দিলি – মলয় ঘোষ ৪৯। মাটির পিঞ্জিরার মাঝে – তপন রায় কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৭৫ + ৭৫ মেগাবাইটস ডাউনলোড - চয়নিকা - বাংলা লোকসংগীত সঙ্কলন ১ চয়নিকা - বাংলা লোকসংগীত সঙ্কলন ২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।