হট বাংলা
সম্প্রতি ফরাসি গবেষকরা সংযুক্ত আরব আমিরাতে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মুক্তা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের উম আল কুয়েইন থেকে আবিষ্কৃত মুক্তাটি খ্রীষ্টপূর্ব ৫৫৪৭ থেকে ৫২৩৫ সালের মধ্যে তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর ফক্স নিউজ-এর। সংযুক্ত আরব আমিরাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতœতাত্ত্বিক মিশনের পক্ষ থেকে ভিনসেন্ট কারপেন্টিয়ার, সোফি মেরি এবং তাদের সহকর্মীরা ‘অ্যারাবিয়ান আর্কিওলজি অ্যান্ড এপিগ্রাফি’ জার্নালে বলেছেন,
‘এ যাবৎ রতœবিশারদদের ধারণা ছিলো, জাপান থেকে আবিষ্কৃত ৫০০০ বছরের পুরানো জমন মুক্তাটিই পৃথিবীর প্রাচীনতম মুক্তা। তবে দক্ষিণ-পূর্ব আরব থেকে আবিষ্কৃত মুক্তাটি এখন ওই খেতাবের দাবীদার।
’ প্রায় সাড়ে ৭ হাজার বছরের পুরনো ০.০৭ ইঞ্চি ব্যাসের এই নতুন আবিষ্কৃত মুক্তাটি আরব উপদ্বীপ থেকে প্রতœতাত্ত্বিকদের আবিষ্কৃত সর্বশেষ মুক্তা। প্রায় ১ বছর কাজ করে গবেষকরা মোট ১০১টি প্রাচীন মুক্তা উদ্ধার করেছেন। সবচেয়ে বড় মুক্তাটির নাম দেয়া হয়েছে ‘পিনকটাডা মার্গারিটিফেরা’। এ ছাড়া বেশ ছোট ‘পিনকটাডা রাডিয়াটা’ সহ আরও কিছু উন্নতমানের মুক্তার সন্ধানও পাওয়া গেছে এ অভিযানে। অতীতে বড় মুক্তা দিয়ে টুনা এবং হাঙরের মতো বড় মাছ ধরার জন্য বড়শী বানানো হতো।
গোলাকারের ছোট মুক্তা সৌন্দর্যচর্চা এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহৃত হতো। গবেষকরা জানান, ‘এ মুক্তাগুলোর আবিষ্কার প্রমাণ করে যে, মাছ ধরার প্রাচীন ঐতিহ্যটি এখন আর টিকে নেই। ’ উম আল কুয়েইন থেকে আবিষ্কৃত মুক্তাটি পাওয়া গেছে একটি কবর থেকে। উদ্ধারকৃত মুক্তা থেকে গবেষকরা জানতে পারেন, মৃতদেহ কবর দেয়ার সময় কবরে মুক্তা দেয়া হতো। বিশেষ করে, মৃতের উপরের ঠোটের উপর মুক্তাটি রাখা হতো।
তথ্য সূত্র নবযুগ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।