চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার জাহাজ!! চট্টগ্রাম কার্যত পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে। কি নিম্নাঞ্চল আর কি উচুস্থান এমন কোন স্থান বাকি নেই যা পানির নিচে যায়নি। এমন কিছু স্থানে পানি উঠেছে এবার যেখানে ইতিহাসে এর আগে কখনো পানি উঠেনি। বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর এবং নৌ বন্দর। বাংলাদেশ একদিন পানির নিচে তলিয়ে যাবে আশংকা মনে হচ্ছে বেশি দূরে নয়। প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রাম কার্যত সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রামের সঙ্গে বিমান ও রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রবল বর্ষণে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে পানিতে নিমজ্জিত হওয়ায় এখানে সকল প্রকার ফ্লাইট উঠানামাও বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। এছাড়া, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় একটি রেলওয়ে সেতু ভেঙে যাওয়ায় রাত ৮টা থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগও বন্ধ হয়ে যায় বলে রেলওয়ে সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।