alone and keep silence ঢাকা শহরের কোনো কোনো রাস্তার দেয়ালে হেফাজতের পোষ্টার দেখা যাচ্ছে। পুলিশ কর্তৃক হেফাজতকে নির্যাতনের বহুরঙা পোষ্টার।
ভাত পায় না চা খায়, ঘোড়া দাবরায়া পায়খানায় যায়।
আপনার আমার লিল্লাহ যাকাতের কোরবানীর চামড়ার টাকায় কওমী মাদ্রাসা চলে। সার সার হাড় জিরজিরে নিস্পাপ কিশোররা মাদ্রাসায় কম খেয়ে দিনাতিপাত করে।
(তাদের হুজুর তথা শিক্ষকরা কিন্তু গাব্দা গোব্দা, চর্বিবহুল)।
মাদ্রাসা গুলো চালাতে নিশ্চয়ই বাজেট নিয়ে পেরেশান। দেখেছি আমাদের এলাকার দোকান গুলোতে মাদ্রাসার চাঁদা তোলার হুজুরদের অর্থ সংগ্রহে পেরেশানী।
তো এই যদি হয় অবস্থা তবে হাজারে হাজারে চার রঙা পোষ্টারের ব্যয় বহুল প্রচারণার টাকা কোথা থেকে আসে ? এই প্রচারণার মাজেজাই বা কি ? ভোটে দাড়াবে ? তবে যে বললো তারা অরাজনৈতিক দল ?
(আমার মোবাইলে তোলা পোষ্টারের ছবি কিভাবে এখানে সাটাঁবো দয়া করে কেউ শিখিয়ে দেবেন। )
দূর দূর লোকালয় থেকে আমাদের পুরনো ঢাকার বাণিজ্য কেন্দ্র গুলোতে তেল চিটচিটে জোব্বা পরা হুজুররা চাঁদা তুলতে আসেন মাদ্রাসার জন্য।
মাইলকে মাইল পায়ে হেঁটে, রোদ বৃষ্টি মাড়িয়ে। লোকাল বাসে ঝুলতে ঝুলতে। অথচ আল্লামা শফী সাহেব একদিনেই উড়িয়ে দিলেন হেলিকপ্টারে একবছরের হুজুরদের পেরেশানীর অন্তত: এক বছরের দোকানে দোকানে ভিক্ষে মাঙা সংগ্রহীত অর্থ !!! অপচয় কারী কার যেন ভাই ?? অপচয় কারীর পরিচয় জানতে হাদীস বা ঈশপের গল্প পড়া লাগবে ??
যদি উত্তর হয় হেলিকপ্টার বিলাস স্পন্সরড্ তাহলে দুনিয়াতে ফ্রী লাঞ্চ বলে কিছু আছে?? কার কাছে ইনারা গোয়া মারা খাচ্ছেন ?? কার হেফাজত করছেন ?? যেখানে কোরানের হেফাজতের দ্বায়িত্ব স্বয়ং আল্লাহ্ রাব্বুল আলামিন নিয়েছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।