তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল মাহফুজুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী বাচাল। ড্রয়িং রুম বেডরুম পাহাড়া দেওয়ার কথা বলা ঠিক হয় নাই।
মাহফুজুর রহমান নিজেও বাচাল কারন তিনি বলেন রুনি সাগর পরকীয়ার বলি।
আমাদের সাংবাদিক নেতা তিনিও বাচাল- বলে ফেললেন, এটিএন এর সাংবাদিকরা মাহফুজুর রহমানের দোসর।
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সাংবাদিকদের মন্তব্য তদন্তে বাধা সৃষ্টি করছে। এটাও বাচাল আচরণ।
আমাদের অর্থমন্ত্রী বলেন শেয়ার বাজার দুষ্টু। বাচালতার কী নমুনা।
আমাদের বিরোধী দলের নেত্রী বলেন- ল্যাংড়া লুলা বানিয়ে ফেলবো।
কথার মাত্রা এখানেও নাই।
খন্দকার মোশাররফ বললেন-- আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে। হে হে হে-- পাগলে কি না কয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন স্যান্ডুইচ আর রেড ওয়াইন খেয়েই নোবেল পাওয়া যায়। এই কথার দাম কত?
এরকম হাজার হাজার নমুনা আছে যা আসলেই বাচাল বলার যোগ্য।
দেশটাই কি বাচাল হয়ে গেলো? এই ব্লগেও বাচালের সংখ্যা কম নয়।
আমার সিরিয়ালও লাখ নম্বরের উপরে।
সবাই যদি বাচাল হয়, তাহলে আমিই বা হবো না কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।