আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্ক হুজুগ, বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ

ফেসবুক থেকে নেয়া। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমাদের কিছু দেশি ভাই, ওডেস্কে বাংলাদেশের ◄সুনাম►ধ্বংস না করে আর ছাড়ছে না। **ঘণ্টাখানেক ধরে একটি প্রজেক্টের কাজ করছিলাম কিন্তু এই গ্রুপে একটি পোস্ট দেখে না লিখে আর পারা গেল না, কিছু সময় চেয়ে নিয়েছি ক্লায়েন্টের কাছ থেকে** যা বলছিলাম, "বাঙালি জাতি বরাবর হুজুগে" - বিভিন্ন সময়ে বিভিন্ন হুজুগে গা ভাসানোর আলামত আমাদের আছে। যাহোক, এতসব হুজুগের বিশ্লেষণের সুযোগ নেই এখানে। তবে একটি হুজুগের আলোচনার জন্যই এ লেখার অবতারনা আর সেটা হলো "ঘরে বসে ইন্টারনেটে ডলার কামানো" -'র হুজুগ।

কি চমৎকার! মানুষ সারাদিন বাসা থেকে অফিস, মাঠেঘাটে ছুটোছুটি করে মাথার ঘাম পায়ে ফেলে মাস চালানোর কিছু টাকা আয় করতেই জান কাবার, আর সেখানে কিনা ঘরে বসেই টাকা নয় এক্কেবারে ডলার !! কীভাবে? ডলার কামানো এতই সোজা? হ্যাঁ, আসলেই সোজা! " সাতহাজার টাকা দিয়েআমাদের কাছে রেজিস্ট্রেশন করুন আর কমপিউটারে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। ক্লিকে ক্লিকে সেন্ট আর ডলারের ছড়াছড়ি!" ;-) ডলারের কাছে মাত্র সাত হাজার টাকা কোনো ব্যাপার?! আমরা চললাম দলে দলে হয়ে গেলাম ফ্রিল্যান্সার। বদলে দিলাম ফ্রিল্যান্সারদের সংজ্ঞা ! ডলার আদৌ আসবে কি-না, ডলার কামানোর রাস্তার ডান হাত, বাম-হাত দেখেও আমাদের হুঁশ হয় না। ▓ দ্বিতীয়, আর গুরুত্বপূর্ণ হুজুগটি হলো: "ওডেস্কে হুজুগ! ▓ এখন চারিদেকে ওডেস্কের নাম। আকাশে বাতাসে ওডেস্কে।

ট্রেনিং সেন্টার খোলা হয়েছে ওডেস্ক শেখানোর জন্য । টাকার বিনিময়ে ওডেস্কের অ্যাকাউন্ট কেনা-বেচারও খবর শোনা যাচ্ছে ! আমরা হুজুগে বাঙালী এটা বুঝলাম না যে ওডেস্ক ডুল্যান্সার না। শুধু ক্লিক করে ওডেস্কে একটা মশাও মারা যায় না! অথচ ওডেস্কে এখন একাউন্ট খোলার হিড়িক! আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে ওডেস্কে অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। কেউ কেউ আবার এক কাঠি বাড়া! কাজ চাইতে গিয়ে "এম্প্লয়ার একাউন্ট খুলে বসছে! অনেকেই আবার ভিক্ষাও করছেন! ঘণ্টায় ১ সেন্টে কাজ করা ভিক্ষা নয় তো কী? আমাদের দেশের ভিক্ষুকও এর থেকে বেশি কামায়। তবে, এর পেছনে একটি কথা আমরা জানতে পেরেছি: "এই কন্ট্রাক্টরগুলো ওডেস্কের বাইরে পেমেন্ট নিচ্ছে।

" খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাহোক, নিজেদের ধ্বংস করতে যা যা করতে হবে সেটা তো কেবল শুরু করেছি আমরা! বাঙালির খেল দেখনিতো বাছা !! ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ এখন খুবই গুরুত্বপূর্ণ অংশ এই লেখার যেখানে আপনাদের মতামত এবং অংশগ্রহণ অত্যন্ত জরুরী। আপনি সিদ্ধান্ত নিন: দেশের কথা বাদ দিন, নিজেকে কী বাঁচাতে চান। অবশ্য আপনি শেষ পর্যন্ত বাঁচতে পারলে দেশও এমনিতে বেঁচে যাবে। ▌আসুন ওডেস্কে আমরা আমাদের নিজেদের রক্ষার আন্দোলনে নেমে পড়ি▐ এক্ষুনি! আমাদের নষ্ট করার মতো সময় নেই আসলে! ≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡ আমার প্রস্তাবনা গুলো: ১ ◙ মিডিয়াতে ব্যাপকভাবে তুলে ধরা, ফ্রিল্যান্সিং আসলে কী? ডলার কামাতে যে অন্য কাজের মতোই সমানুপাতে পরিশ্রম করতে হয় সেটার সচেতনতা তৈরি করা।

আমরা যার যার মতো চেষ্টা করি পরিচিত যারা মিডিয়ায় আছেন তাদের ব্যাপারটা বোঝানো আর জন সচেতনতা তৈরি করা। ওডেস্ক বা ফ্রিল্যান্সিং বিষয়ে আশেপাশে যারা কোনো কিছু জানতে চাইবেন, তাদের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেয়া। ►►▌►► মাসিক 'কমপিউটার জগৎ' পত্রিকার সহকারী সম্পাদক "অনু" ভাইয়ের সাথে ফোনে প্রাথমিক কথা বলে রেখেছি। খুব শীঘ্রী তার সাথে দেখা করে এ ব্যাপারে কর্ম পরিকল্পনা গুলো চুড়ান্ত করে ফেলা হবে ইনশাল্লাহ। দীর্ঘদিন কমপিউটার জগতে লেখার সুবাদে "কমপিউটার জগৎ" পরিবারের সাথে ভালো সম্পর্ক রয়েছে - সেটা এবার কাজে লাগাতে পারবো আশা করি ◄▌◄◄ ২ ◙ ওডেস্ক কর্তৃপক্ষ-এর সাথে যোগাযোগ করে তাদের জানাতে হবে - তারা যেন " "অ্যাকাউন্ট ভেরিফিকেশন" -এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নেন।

বিশেষ করে আমাদের জন্য। জানি অনেকেরই এ ব্যাপারটা হয়তো পছন্দ হবে না, কিন্তু উপায় নেই, ওডেস্ক আজ না হয় দু'দিন পর আপনার আইডি ভেরিফাই করতে বলবে। ৩ ◙ ফেক বা জাল কাগজপত্র দিয়ে আইডি ভেরিফাই করার ব্যাপারটা যেন আমরা ঠেকাতে পারি এজন্য ওডেস্কে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। ৪ ◙ কোনো প্রোফাইল নিয়ে সন্দেহ হলে, সেই প্রোফাইলগুলো "এই গ্রুপে" শেয়ার করে খুব ভালো মতো ফ্ল্যাগ করতে হবে। ওডেস্ক ব্যবস্থা নেবে সন্দেহ নেই।

৫ ◙....... ........ ৬ ◙....... .... ৭ ◙.... ... .... আরো অনেক কিছুই করার আছে আমাদের। আপনাদের সবার পরামর্শও গুরুত্বপূর্ণ। ≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡ যাহোক, সময়ের অভাবে আর বিশেষ কিছু লিখতে পারছি না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে লেখাটি দেখার অনুরোধ করছি । আর আপনাদের পরামর্শ অনেক গুরুত্বপূর্ণ।

*মহান যোদ্ধা 'নেপোলিয়ন' বলেছিলেন: ◄"The world suffers a lot. Not because of the violence of bad people, But because of the silence of good people! ► আসুন আমরা নিজেরাই অন্ত:ত আমাদের ভবিষ্যৎ চলার পথ মসৃন করতে চেষ্টা চালিয়ে যাই। **কষ্ট করে পড়ার ধন্যবাদ** ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.